Advertisement
২৫ মে ২০২৪
Yogi Adityanath

Uttar Pradesh: সরকারি ডাকবাংলোয় ইঁদুর কামড়াল যোগীর মন্ত্রীকে! ভর্তি করানো হল হাসপাতালে

সোমবার বুন্দেলখণ্ডের বান্দায় ওই ঘটনার পর তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় যোগী মন্ত্রিসভার সদস্য গিরিশচন্দ্র যাদবকে।

গিরিশচন্দ্র যাদব এবং যোগী আদিত্যনাথ।

গিরিশচন্দ্র যাদব এবং যোগী আদিত্যনাথ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০২ মে ২০২২ ১৭:১৫
Share: Save:

সরকারি অতিথিশালায় ইঁদুরের কামড় খেলেন উত্তরপ্রদেশের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী গিরিশচন্দ্র যাদব। সোমবার সকালে বুন্দেলখণ্ডের বান্দায় ওই ঘটনার পর তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার ওই সদস্যকে!

জেলা প্রশাসন সূত্রের খবর, রবিবার বুন্দেলখণ্ড অঞ্চল সফরে এসে বান্দার মাওয়াই বাইপাস সংলগ্ন সরকারি সার্কিট হাউসে উঠেছিলেন মন্ত্রী গিরিশ। সোমবার সকালে হঠাৎই ঘরের ভিতর তাঁর ডান হাতের আঙুলে কামড়ে দেয় অজ্ঞাত কোনও প্রাণী। দ্রুত বান্দা জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁকে।

জেলা হাসাপাতালের সুপার এসএন মিশ্র সোমবার বলেন, ‘‘প্রাথমিক পরীক্ষার পরে মনে হচ্ছে, ইঁদুর বা ছুঁচো জাতীয় কোনও প্রাণীর কামড়। মন্ত্রীর শারীরিক পরীক্ষা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE