সরকারি অতিথিশালায় ইঁদুরের কামড় খেলেন উত্তরপ্রদেশের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী গিরিশচন্দ্র যাদব। সোমবার সকালে বুন্দেলখণ্ডের বান্দায় ওই ঘটনার পর তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার ওই সদস্যকে!
জেলা প্রশাসন সূত্রের খবর, রবিবার বুন্দেলখণ্ড অঞ্চল সফরে এসে বান্দার মাওয়াই বাইপাস সংলগ্ন সরকারি সার্কিট হাউসে উঠেছিলেন মন্ত্রী গিরিশ। সোমবার সকালে হঠাৎই ঘরের ভিতর তাঁর ডান হাতের আঙুলে কামড়ে দেয় অজ্ঞাত কোনও প্রাণী। দ্রুত বান্দা জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁকে।