মাত্র ১৫ দিন আগে মা হয়েছেন। হঠাৎ বাপের বাড়িতে খবর দেওয়া হল তাদের মেয়ে আর নেই! গত সোমবার এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে মৃতার বাপের বাড়ির লোকজন। অভিযোগ, কন্যাসন্তান জন্ম দেওয়ায় তাদের মেয়েকে মেরে পুঁতে দিয়েছেন জামাই। উত্তরপ্রদেশের ধামপুরের গজরৌলা গ্রামের ঘটনা।
মঙ্গলবার উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, ২৫ বছরের এক বধূর বাপের বাড়ির লোকজন ধামপুর থানায় অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, মেয়েকে খুন করেছেন জামাই।
জানা গিয়েছে, মাত্র দেড় বছর আগে রুবি চৌহান এবং মুকুল চৌহানের বিয়ে হয়। রুবির বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর মেয়ে গার্হস্থ্য হিংসার শিকার। প্রায়শই মত্ত অবস্থায় মেয়েকে মারধর করতেন জামাই। বার বার এ নিয়ে জামাইয়ের সঙ্গে তাঁদের কথাবার্তা হয়েছে। তখনকার মতো মাফ চেয়ে নেন মুকুল। কয়েক দিন পর আবার একই ঘটনা ঘটাতেন। এমতাবস্থায় দিন পনেরো আগে রুবি একটি কন্যার জন্ম দেন। সন্তান এবং মা, দু’জনেই সুস্থ ছিলেন। সোমবার হঠাৎ তাঁরা মেয়ের মৃত্যুসংবাদ পান। খবর নিতে গিয়ে দেখেন, জামাই কয়েক জনকে নিয়ে রুবিকে কবর দিয়ে দিয়েছেন। তাঁদের জন্য অপেক্ষা করেননি।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, রুবির বাপের বাড়ির অভিযোগ, কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তাদের মেয়েকে খুন করে তড়িঘড়ি কবর দিয়ে দিয়েছেন জামাই। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কবর থেকে দেহ তোলা হয়। মঙ্গলবার ফরেন্সিক দল গিয়ে নমুনা সংগ্রহ করেছে। ইতিমধ্যে রুবির স্বামী এবং শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।