এবার করোনার টিকা নেওয়া আরও সহজ। আপনার ফোনের হোয়াটসঅ্যাপ থেকেই বুক করতে পারবেন টিকা নেওয়ার দিন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে হোয়াটসঅ্যাপে টিকার স্লট বুকিংয়ের পদ্ধতি।
গ্রাফিক- শৌভিক দেবনাথ।
এতদিন কো-উইন অ্যাপের মাধ্যমে করোনা টিকার জন্য স্লট বুক করা যেত। এবার সেই পদ্ধতির আরও সরলীকরণ করা হল। স্বাস্থ্য মন্ত্রক মনে করছে, এর ফলে করোনার টিকা নেওয়া হবে আরও সহজ।