রাজ্যসভার সাংসদ হিসেবে নিজের বিদায়ী দিনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় এমডিএমকে-র ভাইকো। বিদায়ী বক্তৃতায় তিনি বলেন, “আমার বোন মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনওই ভুলতে পারব না। এক বিকেলে তাঁর বক্তৃতা দেওয়ার কথা। আমার কাছে ছুটে এসে কালো শালটি নিলেন। বলেছিলেন, অনেক সাংসদের সঙ্গে লড়াই করতে হবে আজ। এই শালটি তাঁকে শক্তি আর সাহস দেবে।” স্মৃতিচারণের পাশাপাশি ভাইকো এ কথাও বলেন, হিন্দিকে ভাষা-সন্ত্রাসের কাজে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন মমতা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)