উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড না পেয়ে পর্ষদ দফতরে আগুন ধরাল বহিরাগতরা। আজ দুপুরে পটনার কোতিয়ালি থানা এলাকায় বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতির অফিসে ওই ঘটনা ঘটে। পুড়ে ছাই তথ্যপ্রযুক্তি বিভাগ। সন্ধে পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ সূত্রে খবর, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। কিছু পড়ুয়ার অ্যাডমিট কার্ড কাল বিকেল পর্যন্ত তাদের স্কুলে পৌঁছয়নি। তা নিয়ে অসন্তোষ ছড়ায়। বিকেলে পরীক্ষা সমিতির দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়। আজ দুপুরে ফের সেখানে বিক্ষোভ শুরু হয়। ছুটির দিনে সেখানে পুলিশ বা দফতরের কর্মীর সংখ্যা কম ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা এক দল বহিরাগত গেট খুলে দফতরে ঢোকা। সামনেই ছিল তথ্যপ্রযুক্তি বিভাগ। কম্পিউটার ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গত বছর ওই পরীক্ষার মেধাতালিকা নিয়ে প্রশ্ন ওঠে। গ্রেফতার করা হয় শীর্ষ স্থানাধিকারিণী রুবি রায়, সমিতির অধ্যক্ষ লালকেশ্বর প্রসাদ-সহ কয়েক জনকে। নতুন অধ্যক্ষও নিয়োগ করা হয়। তার পরও যে হাল বদলায়নি, তার প্রমাণ এ দিন মিলল। সমিতির সচিব অনুপ কুমার সিনহার দাবি, হামলার পিছনে শিক্ষা-মাফিয়াদের হাত আছে। পরীক্ষা বন্ধের চেষ্টা করতেই এ সব করা হয়েছে।