পুরনো গাড়িকে বাতিল করতে না পারলে তার চড়া খেসারত দিতে হবে মালিকদের।
১৫ বছরের পুরনো গাড়িকে নতুন করে নথিভুক্ত করাতে চাইলে আগামী এপ্রিল থেকে আটগুণ বেশি দাম দিতে হবে। গাড়ির রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ সংক্রান্ত এই নিয়ম আগামী মাস থেকেই চালু হতে চলেছে ভারতের সর্বত্র।
আগামী ১ এপ্রিল থেকে ১৫ বছর বা তার বেশি দিনের পুরনো গাড়ির নথিভুক্তির খরচ হতে চলেছে পাঁচ হাজার টাকা। যেখানে ১৫ বছরের নীচে একটি গাড়ির নথিভুক্তিকরণের জন্য খরচ পড়ে ৬০০ টাকা। খরচ বেড়েছে দু’চাকার গাড়ির নথিভুক্তিকরণেরও। গাড়ির বয়স ১৫ বছরের কম হলে ৩০০ টাকা, বেশি হলে এক হাজার টাকা। প্রায় তিন গুণ বেড়েছে বিদেশি গাড়ির রেজিস্ট্রেশনের মূ্ল্য। ১৫ বছরের পুরনো বিদেশি গাড়ির জন্য ৪০ হাজার টাকা, কম পুরনো হলে ১৫ হাজার টাকা।