করাচি দ্রুত ভারতের অংশ হবে— মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসের এই মন্তব্যকে কটাক্ষ করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি আজ বলেন, ‘‘পাক অধিকৃত কাশ্মীরকে আগে ফেরানো হোক, তার পরে করাচি নিয়ে মুখ খুলুক বিজেপি।’’
বিতর্কের সূত্রপাত হয় গত বৃহস্পতিবার। মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত ‘করাচি সুইটস’-এর নাম পরিবর্তন করে কোনও মরাঠা নাম দেওয়ার জন্য দোকানের মালিককে হুমকি দেন শিবসেনা সমর্থকেরা। এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হওয়ায় আসরে নামেন দেবেন্দ্র। তিনি শনিবার বলেন, “শীঘ্রই পাকিস্তানের করাচি ভারতের অংশ হবে। ভারত এক দিন তার অতীতের অখণ্ড রূপ ফিরে পাবে।’’ তার পর আজ অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ তোলেন সঞ্জয়। এখনও পর্যন্ত পাল্টা আর কিছু বলেনি বিজেপি।
তবে দলের কিছু সমর্থক যে ‘করাচি সুইটস’-এর নাম পরিবর্তনের দাবি তুলেছেন তা নিয়ে বেশ অস্বস্তিতে শিবসেনা শিবির। সঞ্জয় বলেছেন, “ করাচি সুইটসের নাম পরিবর্তন দলীয় অবস্থান নয়। গত ৬০ বছর ধরে মুম্বইতে করাচি বেকারি ও করাচি সুইটস রয়েছে। যার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। এখন তাদের দোকানের নাম বদল করার কোনও মানে হয় না।’’