তামিলনাড়ুর ইরোড় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জিতল সে রাজ্যের শাসক দল ডিএমকে। আন্না বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতনের অভিযোগ ও তামিলনাড়ুতে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্নের মধ্যে এই জয় ডিএমকে-র পক্ষে গুরুত্বপূর্ণ বলে মত রাজনীতিকদের।
তবে ডিএমকে প্রার্থী ভি সি চন্দহিরাকুমারকে তেমন কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন এনটিকে-র এম কে সীতালক্ষ্মী। ফলে সহজেই প্রায় ৯০ হাজার ভোটের ব্যবধানেজিতেছেন তিনি।
সংবাদমাধ্যমের একাংশের মতে, তামিলনাড়ুতে উপনির্বাচনে সাধারণত শাসক দলই জয়ী হয়। ১৯৯০-এর দশক থেকেই ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগকে সঙ্গী করে চেন্নাইয়ের মসনদে থাকা ডিএমকে বা এডিএমকে জয়ী হয়ে এসেছে উপনির্বাচনে। কিন্তু রাজনীতিকদের মতে, বিভিন্ন অভিযোগে বিব্রত ডিএমকে এই নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়েছিল।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)