চায়ের দোকানে বাসন মাজছে একটি বাঁদর। তার নিখুঁত কাজের ধরন আর বাসন মাজার দক্ষতায় মুগ্ধ নেটাগরিকরা।
ইনস্টাগ্রামে বাঁদরের বাসন ধোওয়ার একটি ভিডিয়ো পোস্ট হয়েছিল। সেটিই নেটমাধ্যমে দ্রুত ছড়িয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে গামলার জলে একটি কাচের ডিশ ডুবিয়ে হাত দিয়ে ঘষে একটি ধুচ্ছে বাঁদরটি। রীতিমতো মানুষের মতোই হাব ভাব তার। এমনকি ভিডিয়োর শেষের দিকে মাজা ডিশটি নাকের কাছে এনে শুঁকে পরীক্ষাও করতে দেখা যায় তাকে। খাবারের গন্ধ আছে কি না দেখতে অনেকেই বাড়িতে যেমন করে থাকেন। বাসন মাজায় বাঁদরের এই কাণ্ড দেখে তাজ্জব নেটাগরিকরা।