Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৮ নভেম্বর ২০২১ ই-পেপার

অতিথিদের সামনে বিয়ে বাড়িতে বরকে জুতোপেটা তাঁর মায়ের, ভাইরাল ভিডিয়ো

সংবাদ সংস্থা
লখনউ ০৮ জুলাই ২০২১ ১৭:৪৭


সংগৃহীত ছবি

সম্প্রতি নেটমাধ্যমে বিয়ের অনুষ্ঠানের নানা ভিডিয়ো ভাইরাল হচ্ছে। বিয়ের ভিডিয়োগুলো মজাদার হওয়ার কারণে দ্রুত ছড়িয়েও পড়ছে। সেই রকম আরও একটি মজার ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেটি হল বিয়ে বাড়িতে বরকে জুতোপেটা করছেন তাঁর মা।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুর জেলার ভরুয়া সুমেরপুর গ্রামে। ৩ জুলাই এই গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। বর-কনের মালাবদল হওয়ার সময় হঠাৎই সেখানে হাজির হন বর উমেশচন্দ্রের মা। তিনি সোজা বিয়ের মঞ্চে উঠে ছেলেকে জুতো মারতে শুরু করেন। বিয়েবাড়িতে উপস্থিতি অতিথিরা তো অবাক হয়ে যান।

Advertisement

পরে জানা যায়, পরিবারের অমতে উমেশচন্দ্র আইনি বিয়ে করেন অঙ্কিতাকে। অঙ্কিতা অন্য জাতের হওয়াতে উমেশের বাড়ির মা-সহ অন্যরা তাঁকে মেনে নিতে পারেননি। আইনি বিয়ের পর ৩ জুলাই উমেশচন্দ্র ও অঙ্কিতার একটি জেলা হলে বিয়েটি উদ্‌যাপন করার সিদ্ধান্ত নিয়েছে তবে তাঁরা বরের পরিবার এবং ভাইদের আমন্ত্রণ জানাননি। বিবাহ সম্পর্কে জানার পরে, বরের মা বিবাহের জায়গায় পৌঁছে মঞ্চে তার ছেলের উপর আঘাত করেন।

আরও পড়ুন

Advertisement