মিজোরামের রাজধানী আইজল। সেখানকার রাস্তার ধারে গড়ে তোলা হয়েছে মিনি লাইব্রেরি। রাস্তার ধারের সেই লাইব্রেরির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে মেতেছেন নেটাগরিকরা।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন কাসওয়ান নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সেই ছবি। শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘মিজোরামের রাজধানী আইজলের রাস্তার ধারে রয়েছে বেশ কয়েকটি লাইব্রেরি। জাতি গঠনের জন্য লাইব্রেরিই শ্রেষ্ঠ লগ্নি। উত্তর-পূর্ব পথ দেখাচ্ছে। প্রত্যেক শহরের উচিত এটাকে অনুসরণ করা।’’
আইজলের এই রাস্তার ধারের লাইব্রেরিতে রাখা থাকে বই। বিনামূল্যে সেখান থেকে বই সংগ্রহ করতে পারেন সবাই। পড়া হয়ে গেলে রেখে যেতে হয় নির্দিষ্ট স্থানে। দেখুন সেই পোস্ট—
Now this is what every city must copy. #Mizoram's capital #Aizawl has a couple of these tiny roadside libraries. Libraries are the best investment for nation building. North East showing the way. Via @asomputra pic.twitter.com/mFmFspuSyg
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 24, 2020
এই লাইব্রেরি দেখে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন নেটাগরিকরা। কেউ বলেছেন, ‘‘দারুণ উদ্যোগ।’’ কেউ কেউ সারা দেশেই এই ধরনের লাইব্রেরি গড়ার পক্ষে সওয়াল করেছেন।
আরও পড়ুন: ঋতুকালীন সময়ে রান্না করে ‘পিরিয়ড ফিস্ট’ উদ্যাপন মহিলাদের
আরও পড়ুন: ঋতুকালীন সময়েও মেয়েরা পুজো দেন এই মন্দিরে