এক মহিলাকে গণধর্ষণের ভিডিয়ো ভাইরাল হল ইন্টারনেটে। সোমবার উত্তর প্রদেশের মউ থানা এলাকায় এই ধর্ষণ হয় বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ ধর্ষণের ভিডিয়ো ভাইরাল হলেও পুলিশ কেবল অভিযোগ দায়ের করেই দায় সেরেছে।
পরিবারে অন্য সদস্যদের সঙ্গে সোমবার এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন ওই মহিলা। সেখানে পথে তাঁদের আটকায় ছয় দুষ্কৃতী। পরিবারে অন্য সদস্যদের গাছের সঙ্গে বেঁধে ফলে তারা। তারপর ওই মহিলাকে গণধর্ষণ করা হয়। সেই ঘটনার ভিডিয়ো রেকর্ড করে রাখে দুষ্কৃতীরা।
ঘটনার পর মউ থানায় অভিযোগ জানাতে যান নির্যাতিতা ও তাঁর পরিবার। নির্যাতিতার অভিযোগ সেখানে গিয়ে তিনি উপস্থিত পুলিশ অফিসারদের গোটা ঘটনা জানান। কিন্তু তাঁরা গুরুত্বই দেননি। উল্টে তাঁদের বাকাঝকা করে সেখান থেকে কার্যত তাড়িয়ে দেন।