Advertisement
E-Paper

স্মৃতি ইরানির এই লুকানো প্রতিভা দেখে একতা কপূরও মুগ্ধ!

স্মৃতি ইরানির এই ছবি আঁকার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর অনুগামীরা রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ। তাঁর প্রশংসকদের তালিকায় প্রতিভাবানদের সংখ্যা কম নয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৭:২১
স্মৃতি ইরানি। ছবি: পিটিআই।

স্মৃতি ইরানি। ছবি: পিটিআই।

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মধ্যে যে এমন প্রতিভা লুকিয়ে ছিল কে জানত।এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রী। তেমনই তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। সেই পোস্ট ইতিমধ্যেই আলোড়ন তুলেছে নেটিজেনদের মধ্যে।

শুক্রবার ১৭ জানুয়ারি স্মৃতি ইরানি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁকে ছবি আঁকতে দেখা যাচ্ছে। সম্ভবত প্যারিসের কোনও দৃশ্য তুলে ধরছেন তিনি। কারণ অসম্পূর্ণ ছবিটিতে একটি আইফেল টাওয়ার দেখা যাচ্ছে।

স্মৃতি ইরানির এই ছবি আঁকার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর অনুগামীরা রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ। তাঁর প্রশংসকদের তালিকায় প্রতিভাবানদের সংখ্যা কম নয়।

আরও পড়ুন: অন্তর্বাসের পর এবার বিমানে জুতো শুকনো করার দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়!

স্মৃতি ইরানির এই ছবি দেখে একতা কপূর তো লিখেই ফেললেন রকিং। পরিচালক স্বপনা ওয়াঘমারে যোশীও কমেন্ট করেছেন স্মৃতির পোস্টে। পোস্টটি ইতিমধ্যেই ৫৭ হাজারের বেশি লাইক পেয়েছে।

আরও পড়ুন: ছাই-এর কম্বলে ঢেকে যাচ্ছে ফিলিপিন্সের ঘর-বাড়ি-ক্ষেত-খামার

দেখুন সেই পোস্ট:

There are times I’ve been known to paint ....🚶‍♀️💗

A post shared by Smriti Irani (@smritiiraniofficial) on

Viral Union Minister Smriti Irani Hidden talent
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy