জলের মধ্যে শরীরের একটু মাত্র অংশ দেখা যাচ্ছে। ঘোলা জলের সঙ্গে শরীরের রং এমন ভাবে মিশে রয়েছে, ভাল করে নজর না করলে তাকে দেখাই সম্ভব নয়। আস্তে আস্তে এগিয়ে আসে নদীর পাড়ের দিকে। সম্ভবত শিকারের গন্ধ পেয়েছিল। আর তার পরেই হঠাৎ শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে টেনে নিয়ে গেল জলে। এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ওড়িশায় কেন্দ্রপাড়া জেলার তালাচুয়া নদীর ঘাটের কাছে এই ঘটনা ক্যামেরাবন্দি হয়। স্থানীয়রা জানিয়েছেন, দূরে নদীর বুকে তাঁরা একটি বিশাল কুমির দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা মোবাইল অন করে ক্যামেরাবন্দি করতে শুরু করেন। পরে যা সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, কুমিরটি এদিক ওদিক ঘুরতে ঘুরতে নদীর পাড়ের দিকে একটি কুকুরকে দেখতে পায়। নদীর জলে ভাসছিল মৃত কুকুরের দেহ। সেই খাবারের দিকে এগিয়ে এসে জল থেকে শরীরটা অনেকটা বের করে এক ঝটকায় কুকুরটিকে দুই চোয়ালের মধ্যে ‘বন্দি’ করে গভীর জলে চলে যায়।