সড়ক পথে যাঁরা নিয়মিত অফিস যান তাঁদের বেশির ভাগেরই অনেকটা সময় সিগন্যালে আটকে অতিবাহিত হয়। যেখানে মানুষ বা যানবাহনের যাতায়াতের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু এমনও কিছু রাস্তা আছে, যেখানে ট্রাফিক সিগন্যাল না থাকলেও দাঁড়িয়ে যেতে হয় অন্যদের নিরাপদে রাস্তা পারাপার হওয়ার জন্য। তবে এরা বণ্যপ্রাণীও হতে পারে। এমনই একটি ভিডিয়ো পোস্ট করলেন এক আইএএস অফিসার।
আইএএস অফিসার সুপ্রিয়া সাহু তামিলনাড়ুতে প্রিন্সিপাল সেক্রেটরি এবং সে রাজ্যের টি ফেডারেশনের সিইও। তিনি টুইটারে বেশ সক্রিয়। প্রায়ই ছবি, ভিডিয়ো শেয়ার করেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টা নাগাদ একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োটি একটি গাড়ির ভিতর থেকে রেকর্ড করা হয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়িটি দাড়িয়ে রয়েছে আর দূরে এক দল হরিণ রাস্তা পেরিয়ে যাচ্ছে। সম্ভবত হরিণগুলিকে রাস্তা পারাপার করতে দেখেই গাড়িটি দাঁড়িয়ে গিয়েছিল। রাস্তার দু’ ধারে ঘন জঙ্গল আর দূরে দেখা যাচ্ছে সবুজে ঢাকা উঁচু পাহাড়। ভিডিয়োর সঙ্গে পোস্টে সুপ্রিয়া লিখেছেন, ‘কাজের পথে’।