তাড়াহুড়োর সময় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে, নিয়ম ভেঙে রেল লাইন পারাপার করেন বা ট্রেনে দরজার কাছে ঝুলতে ঝুলতে যাতায়াত করেন। এমন দৃশ্য ব্যস্ত সময়ে বহু স্টেশনেই দেখা যায়। কিন্তু চেন্নাইয়ের একটি স্টেশনে যা দেখা গেল তা মনে হয় আর কোথাও দেখা যায়নি।
চেন্নাইয়ের পার্ক টাউন স্টেশনের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, যখনই কোনও যাত্রী ভিড় ট্রেনে দরজায় ঝুলতে ঝুলতে যাচ্ছেন বা ওভারব্রিজ ব্যবহার না করে লাইন পারাপার করছেন তাদের ঘেউ ঘেউ করে সতর্ক করছে সে। দৌড়ে যাচ্ছে চলন্ত ট্রেনের দিকে ঝুঁকি নিয়ে যাতায়াত করা যাত্রীদের সতর্ক করতে।
বছর দু’য়েক আগে পার্ক টাউন স্টেশনে এই কুকুরটিকে ছেড়ে দিয়ে যান তার মালিক। তখন থেকেই কুকুরটি এই স্টেশনেই রয়েছে। কিছুদিন পর থেকে সে এভাবে মানুষকে সতর্ক করতে শুরু করে। স্টেশনে কর্মরত আরপিএফ কর্মী ও দোকানদারদের তার এই গুণ চোখে পড়ে। সবাই তাকে পছন্দ করতে শুরু করেন। সময় মতো খেতে দেওয়া, যত্ন নেওয়াও শুরু হয়। তার একটি নামও দিয়েছেন তাঁরা, চিন্নাপন্নু।