ক্রেতার হাতে ফোন না দিয়ে অন্যকে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার দিল্লির এক অ্যামাজন ডেলিভারি বয়। প্রথমে ক্রেতাকে ভুল বুঝিয়ে ফোনটি নিজের কাছে রেখে দেয় সে। পরে তা বিক্রি করে দেয় অন্যকে। ক্রেতা অভিযোগ জানানোর পর তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ডেলিভারি বয়কে।
ঘটনার দিন দিল্লির কিদোয়াই নগরে একটি বাড়িতে পার্সল ডেলিভারি করার কথা ছিল মনোজ নামে অ্যামাজনের ওই ডেলিভারি বয়ের। সে ক্রেতার দরজা পর্যন্ত যায়ও। কিন্তু সেখানে গিয়ে ক্রেতাকে বলে, ‘কোনও ভাবে অর্ডারটি ক্যানসেল হয়ে গিয়েছে। তাই এটি আর দেওয়া যাবে না। তবে কয়েক দিনের মধ্যেই টাকা ফেরত চলে যাবে ক্রেতার অ্যাকাউন্টে’।
কয়েক দিন কেটে যাওয়ার পরেও টাকা ফেরত না পেয়ে, অ্যামাজনের সঙ্গে যোগাযোগ করেন ওই ক্রেতা। অ্যামাজনের তরফে জানানো হয়, তাদের সিস্টেমে যে আপডেট নথিবদ্ধ রয়েছে তাতে দেখাচ্ছে ফোনটি ক্রেতার কাছে ডিলিভারি হয়ে গিয়েছে। তখনই ওই ক্রেতা বুঝতে পারেন, ডেলিভারি বয় কোনও প্রতারণা করেছে।