গাছে উঠে বসে আছে চোর। সে কিছুতেই নামবে না। নীচে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েক জন পুলিশ কর্মী। তাঁরা বারবার চোরকে নীচে নামতে বলছেন। কিন্তু কিছুতেই নীচে নামছে না চোর। উল্টে গাছের আরও উপরের দিকে উঠে পড়ার চেষ্টা করছে সে। বাধ্য হয়ে এক পুলিশ কর্মী উঠতে শুরু করলেন গাছে। সম্প্রতি এ রকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
ভিডিয়োটি সম্প্রতি টুইটারে পোস্ট করেছেন দীপাংশু কাবরা নামে আইপিএস অফিসার। ছত্তীসগঢ়ের এই অফিসার জানিয়েছেন, অবশেষে চোরকে নীচে নামিয়ে এনেছে পুলিশ।
তবে ঘটনাটি কোথায় ঘটেছে, গাছে উঠে থাকা ব্যক্তি কী অপরাধে অভিযুক্ত এ ব্যাপারে কিছু জানা সম্ভব হয়নি।
खुदी को कर के बुलंद इतना चढ़ गए ऊपर जैसे तैसे,
— Dipanshu Kabra (@ipskabra) May 12, 2021
पर #Khakhi वाले उतार देंगे, बड़े आराम से 😅😝 pic.twitter.com/FoePjKOLfj