Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ জানুয়ারি ২০২২ ই-পেপার

দাঁড়িয়ে রয়েছেন রাম-লক্ষ্মণ, নেচেই চলেছেন ছোট্ট সীতা!

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ১৪ অক্টোবর ২০১৯ ১২:৪৫
এই সীতার নাচে মজেছে নেটিজেনরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

এই সীতার নাচে মজেছে নেটিজেনরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। এই সময় হাউসিং সোসাইটি হোক বা পাড়ার পুজো মণ্ডপ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কম বেশি সব জায়গাতেই হয়। বাচ্চারাও বিভিন্ন রকম সাজগোজ করে গান-নাচ বা নাটকে জমিয়ে তোলে অনুষ্ঠান। রকমই এক অনুষ্ঠানের ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আর সেই ভিডিয়োয় কিউট ‘মা সীতা’-র নাচ দেখে হৃদয় গলেছে নেট দুনিয়ার।

২২ সেকেন্ডের সেই ভিডিয়োতে, তিন জন বাচ্চা পাশাপাশি দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে রাম ও লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করা ছেলে দু’টি বেশ স্থির হয়েই দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে ছিল ছোট্ট সীতাও। কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক বেজে উঠতেই আপন মনে নাচ শুরু করে দেয় সে। সীতা সাজা মিষ্টি বাচ্চা মেয়েটির সেই নাচ দেখেই গলেছেন নেটিজেনরা।

এই ভিডিয়ো দেখে ছোট্ট সীতার প্রতি ভালবাসা উজাড় করে দিয়েছে নেটিজেনরা। সবার মুখে এক কথা- ‘আহা! কী মিষ্টি বাচ্চা।’ কেউ কেউ আবার মজা করে বলছেন, ‘মা সীতা এত খুশি কেন?’ দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন

Advertisement