কর্মচারিদের সঙ্গে নাচছেন দীপালি গোয়েঙ্কা। ছবি: টুইটার থেকে নেওয়া।
শিল্পপতি হর্ষ গোয়েঙ্কার শেয়ার করা একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, এক মহিলা অফিসের ডেস্কের মধ্যেই সবার সামনে এক হিন্দি গানের তালে তালে নাচছেন। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন বাকি কর্মচারিরাও।
এই মহিলা ওয়েলস্প্যান ইন্ডিয়ার সিইও দীপালি গোয়েঙ্কা। ওয়েলস্প্যান ইন্ডিয়া যে দু'জন প্রতিষ্ঠা করেন, বালকৃষ্ণ কে গোয়েঙ্কা তাঁদের অন্যতম। দীপালি, বালকৃষ্ণ কে গোয়েঙ্কার স্ত্রী। তাঁকেই নাচতে দেখা গেল ‘স্ট্রিট ড্যান্সার ৩ডি’ সিনেমার জনপ্রিয় গান 'মুকাবলা'র তালে তালে।
মঙ্গলবার হর্ষ গোয়েঙ্কা ভিডিয়োটি তাঁর টুইটার হ্যান্ডলে আপলোড করেছেন। এখনও পর্যন্ত ভিডিয়োটি প্রায় দু’ লাখ ১৫ হাজার বার দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে চলছে লাইক, শেয়ার আর কমেন্ট।
আরও পড়ুন: ৪০০ রেল স্টেশনে বিনামূল্যের ওয়াইফাই পরিষেবা থেকে সরছে গুগল
হর্ষ গোয়েঙ্কার পোস্টটি শেয়ার করেছেন, দীপালিও, সেই সঙ্গে হর্ষকে ধন্যবাদও জানাতে ভোলেননি। শুধু দীপালিই নয়, প্রচুর নেটাগরিক এই পোস্টে প্রশংসাসূচক মন্তব্য করেছেন। তাঁদের মধ্যে অনেকেই বলেছেন, কর্মক্ষেত্রে যদি এমন পরিবেশ হয় তবে কাজ করার ইচ্ছাটা বেড়ে যায়, চাপ কমে যায়।
আরও পড়ুন: কেরলের পাহাড়ে দেখা মিলল ‘জটায়ু’-র’
দেখুন সেই ভিডিয়ো:
Rare to see a CEO dance and have fun in an office setting. That’s the way to create a happy culture @DipaliGoenka #welspun. pic.twitter.com/B6LAd2u3tr
— Harsh Goenka (@hvgoenka) February 18, 2020