মিলনের আগে সঙ্গী বা সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য পাখিদের নাচ এ প্রকৃতির সুন্দর জিনিস গুলির মধ্যে অন্যতম। ময়ূর, ধনেশ গোত্রের পুরুষ পাখিরা তাঁদের পাখনা মেলে বিচিত্র নাচ করে মহিলা পাখির সামনে। এ ভাবেই স্ত্রীদের আকৃষ্ট করে তারা। সম্প্রতি এ রকমই নাচের ছবি ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুরুষ বার্ড অব প্যারাডাইস স্ত্রী বার্ড অব প্যারাডাইসের চারিদিকে ঘুরে ঘুরে ধরে নাচছে।
এই প্রজাতির পুরুষ পাখির গায়ের রঙ কালো। তার উপর হাল্কা নীল-সবুজ রঙের স্ট্রাইপ। অন্যদিকে স্ত্রী বার্ড অব প্যারাডাইস খুবই বিরল। তারা দেখতে লালচে বাদামি। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা বৃহস্পতিবার শেয়ার করেছেন এই ভিডিয়ো।
সেখানে দেখা যাচ্ছে, পুরুষ পাখির ডাকে উড়ে এল স্ত্রী পাখি। তার পর নিজের পেখম ছড়িয়ে স্ত্রী পাখির চারিদিকে ঘুরল। তার পর তাকে আকৃষ্ট করতে বিচিত্র ভঙ্গিতে নাচতে লাগল স্ত্রী পাখির সামনে। দেখুন সেই ভিডিয়ো—
Passion stimulates..
— Susanta Nanda (@susantananda3) January 30, 2020
Love intoxicates💗
Superb bird of Paradise has an unusual low population of females. This explains one of the most elaborate courtship display in the avian world. pic.twitter.com/3WXsS6koXx
যদিও সুন্দর নাচ করলেই স্ত্রী পাখি আকৃষ্ট হবে তার কোনও নিশ্চয়তা নেই। নাচের পর পুরুষ পাখির এই প্রস্তাবকে নাচকও করতে পারে স্ত্রী পাখি।