সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে ঘরবন্দি হয়েছে মানুষ। যার জেরে মুম্বইয়ের একটি আবাসনের সুইমিং পুল ফাঁকা পড়ে রয়েছে। মানুষ না থাকায় সেখানে ‘পুল পার্টি’ তে মজল বাঁদরের দল। সেই ভিডিয়ো নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন বলিউডের কয়েকজন অভিনেত্রী। যা দেখে মজাদার মন্তব্যে ভরিয়ে দিচ্ছেন নেটাগরিকরা।
ছড়িয়ে পড়া ভিডিয়োগুলির একটিতে দেখা যাচ্ছে, আবাসনের রেলিং, কার্নিশে ঘুরে বেড়াচ্ছে বাঁদরের একটি দল। সেখানে ঘুরতে ঘুরতে তারা তাকিয়ে আছে পুলের জলের দিকে। কিন্তু কেউ নামছে না। এ রকম করতে করতেই একটি বাঁদর উপর থেকে ঝাঁপ মেরে ডুব দিল জলে। তার পর সাঁতার কেটে উঠল পাড়ে। এই দেখা দেখি অন্যান্যরাও নামল জলে। তার পর সবাই মিলে সাঁতার কাটতে লাগল।
এই ঘটনার ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন। মুম্বইয়ের বোরিভালি এলাকার ওই আবাসনের কিছু বাসিন্দাও শেয়ার করেছেন সেই ভিডিয়ো।
This is priceless!!! Don’t know where or when , but nonetheles ,this is pure monkey fun! ♥️♥️♥️😂 pic.twitter.com/RKda8OmwvO
— Raveena Tandon (@TandonRaveena) April 11, 2020
আরও পড়ুন: ক্ষুধার লকডাউন! কুকুরদের সঙ্গেই রাস্তায় পড়ে থাকা দুধ খাচ্ছেন মানুষ
আরও পড়ুন: লকডাউনে ড্রোনে করে পানমশলা সরবরাহ, আটক দুই
The society group chat was debating since 2 days whether to empty the pool or not since it wasn’t being used anymore. The neighbours came in and put an end to the discussion. pic.twitter.com/IbJ7nx8Ycr
— Bunny (@PreetiManiar) April 10, 2020