বরযাত্রীদের সঙ্গে নিয়ে বিয়ে করতে এসেছে বর। অতিথিরাও হাজির তত ক্ষণে। প্রচলিত প্রথা অনুসারে মঞ্চের দিকে হেঁটে যাওয়ার কথা কনের। কিন্তু সে সবের তোয়াক্কা না করেই নিজের সঙ্গিনীদের নিয়ে নাচতে শুরু করল কনে। উদ্দেশ্য, বরকে চমক দেওয়া।
সম্প্রতি এমন ঘটনা ঘটেছে কেরলের কান্নুরের সিআর অডিটোরিয়ামে। সেই ঘটনার ভিডিয়ো প্রথমে ছড়িয়ে প়ড়ে ফেসবুকে। সেখানে লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়ো। এখন ফেসবুক ছাড়িয়ে টুইটার, ইউটিউবেও ছড়িয়ে পড়েছে ওই ভিডিয়ো।
কেরলের এক দৈনিকের প্রতিবেদন অনুসারে ওই কনের নাম অঞ্জলি। লাল শাড়ি পরে তাঁকে নাচ করতে দেখা যাচ্ছে ‘মালাইয়িরু’ গানের তালে। তাঁর সঙ্গে তাল মিলিয়ে নাচ ছিলেন তাঁর বন্ধুরাও। অঞ্জলির এই কাণ্ড দেখে রীতিমতো চমকে গিয়েছেন হবু বর বরুণ ও তাঁর বাড়ির লোকজন। এই নাচের জন্য নববধূর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরাও। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: গার্লস হস্টেলের সামনেই হস্তমৈথুন পুলিশের! ভিডিয়ো ভাইরাল হতেই হইচই
আরও পড়ুন: শাবককে উদ্ধারের সময় গ্রামবাসীদের তাড়া করল মা হাতি! দেখুন কী ঘটল সে সময়