Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Viral video

অটোচালককে লাথি মেরে বিতর্কে জড়ালেন সেই ট্র্যাফিক পুলিশ রঞ্জিত সিংহ

রাস্তার মাঝে এক অটোচালকে আটকেছেন তিনি। চালককে কিছু বলছেন। সম্ভবত অটোচালক রঞ্জিতের নির্দেশ অমান্য করেছিলেন। একটা সময়ে রঞ্জিত অটোচালককে মারধর শুরু করেন। লাথি মারতে দেখা যায় তাঁকে।

রঞ্জিত সিংহ। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

রঞ্জিত সিংহ। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
ইনদওর শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১৬:৩৯
Share: Save:

বছর দুয়েক আগে মধ্যপ্রদেশের ইনদওরেএক ট্রাফিক পুলিশ কর্মী ইন্টারনেটে প্রায় সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন। সেই রঞ্জিত সিংহ ফের খবরে। তবে আগের বারের মতো মাইকেল জ্যাকশনের স্টাইলে ‘মুন ওয়াক’নয়, এবার তাঁকে দেখা গেল ‘অ্যাকশন হিরো’র ভূমিকায়। রাস্তায় এক অটোচালককে চড়, লাথি মেরে বিতর্কে জড়িয়েছেন তিনি।

২০১৭ সালে এই রঞ্জিতের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নাচের ভঙ্গিতেতাঁর যানবাহন নিয়ন্ত্রণের সেই ভিডিয়ো মুগ্ধ করেছিল নেটিজেনদের। কিন্তু এবার তিনি বিতর্ক তৈরি করলেন। ইনদওরের হাইকোর্ট ক্রসিংয়ে কর্তব্যরত রঞ্জিত ধরা পড়লেন এক পথচারীর ক্যামেরায়। সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে এক অটোচালকে আটকেছেন তিনি। চালককে কিছু বলছেন। সম্ভবত অটোচালক রঞ্জিতের নির্দেশ অমান্য করেছিলেন। একটা সময়ে রঞ্জিত অটোচালককে মারধর শুরু করেন। লাথি মারতে দেখা যায় তাঁকে।

অটোচালককে এ ভাবে মারধরের ভিডিয়ো সামনে আসার পর রঞ্জিতের সমালোচনা শুরু হয়েছে। ফেসবুকে একজন লিখেছেন, “অটোচালককে এভাবে মারার অধিকার আপনাকে কে দিয়েছে? হতে পারে অটোচালক আইন ভেঙেছেন, তাই বলে এভাবে মারা ঠিক নয়।”

আরও পড়ুন: যোগী আদিত্যনাথের পোষ্য কালু এখন ‘ইন্টারনেট-সেলিব্রিটি’

রঞ্জিত সিংহের মুন ওয়াকের ভিডিয়ো:

দেখুন অটোচালককে মারধরের ভিডিয়ো:

অটোচালককে মারধরের ওই ঘটনা কবে ঘটেছে তা জানা যায়নি। ফেসবুকে ভিডিয়োটি গত ২৫ নভেম্বর পোস্ট হয়েছে।অটোচালককে মারধর প্রসঙ্গে রঞ্জিতের কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

আরও পড়ুন: সেনেগালের ‘আয়েশা’র হিন্দি শুনে মুগ্ধ অনুপম খের!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral video Ranjit Singh Auto Madhya Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE