বাচ্চা থেকে যুবক-যুবতী- চটজলদি পেট ভরাতে ম্যাগির উপর ভরসা রাখেন অনেকেই। সেই ম্যাগি তৈরিতে বিভিন্ন জন বিভিন্ন রকমের প্রণালী অবলম্বন করে থাকেন। নেটদুনিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুধ দিয়ে ম্যাগি বানাচ্ছেন এক মহিলা।
সাহিল অধিকারী নামের মুম্বইয়ের এক ব্যক্তি সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সেই ভিডিয়ো। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, কড়াইয়ে জলের বদলে ঢালা হল দুধ। তার পর দেওয়া হল শুকনো ম্যাগি। সেই ম্যাগি নিয়ে কিছুক্ষণ নাড়া ঘাটার পর ফের মেশানো হল কনডেন্সড মিল্ক। এ ভাবেই দুধ দিয়ে তৈরি করা হল ম্যাগি। তবে ম্যাগির প্যাকেটের ভিতর থাকা মশলা ব্যবহার করা হয়নি এই পদ্ধতিতে।
আর দুধ দিয়ে ম্যাগি বানানোর এই প্রণালী বেশ মনে ধরেছে নেটিজেনদের। তাদের কেউ কেউ এই প্রণালী দেখে বেশ বিস্মিত। কেউ কেউ এই প্রক্রিয়াকে বেশ অভিনবও বলেছেন।
Best maggi recipe pic.twitter.com/foOrc0VjoU
— Desi Gooner (@Sahil_Adhikaari) September 12, 2019
আরও পড়ুন: নিজেদের দেহ দিয়ে ব্রিজ বানিয়ে খাবারের সন্ধানে যাচ্ছে পিঁপড়ের দল
আরও পড়ুন: মাত্র ১ টাকায় ইডলি বিক্রি করেও রোজ ২০০ টাকা লাভ করেন এই বৃদ্ধা