Advertisement
০৫ মে ২০২৪
Viral

এত বড় হাতির গায়ে কারা চাপালেন উলের চাদর? ভাইরাল ছবি

প্রবীণের টুইটার হ্যান্ডলে ছবিটি শনিবার পোস্ট হলেও এর আগে ‘কোয়াইট ইন্টারেস্টিং’ নামে একটি টুইটার হ্যান্ডলেছবিটি ২০১৭ সালে ২২ জানুয়ারি পোস্ট হয়েছিল। সেখানেও ফটোগ্রাফার অ্যালেনের নাম উল্লেখ করা হয়।

হাতির গায়ে উলের চাদর। ছবি: টুইটার থেকে নেওয়া।

হাতির গায়ে উলের চাদর। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
মথুরা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ ১২:১৪
Share: Save:

একটি হাতির পুরনো ছবি হঠাত্ করেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাতিটি সাধারণ, কিন্তু তার সাজ-পোশাক নয়।হাতিটির গায়ে চাপানো রয়েছে রঙিন পোশাক। চার পায়ে গলানো প্যান্ট। সামনে দাঁড়িয়ে দুই মহিলা। এই ছবিই এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সবাই জানতে চাইছে বিষয়টি কী?

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী প্রবীণ কাসওয়ানপুরনো একটি ছবি নতুন করে পোস্ট করেছেন। ছবিটি তুলেছেন রজার অ্যালেন নামে এক ফটোগ্রাফার।

ছবিতে দেখা যাচ্ছে, একটি হাতির পিঠের উপর চাপানো রয়েছে উলের তৈরি চাদর। আর নিচের দিকে তেমন আরও একটি চাদর দিয়ে জড়িয়ে দেওয়া হয়েছে। উলের চাদর দু’টি এতটাই বড় যে হাতিটির শরীরের বেশির ভাগ অংশই ঢাকা পড়ে গিয়েছে। শুধু পিঠ বা পেটের দিকের অংশই নয়, পায়ে যাতে ঠান্ডা না লাগে তারও ব্যবস্থা করা হয়েছে। পরিয়ে দেওয়া হয়েছে লাল রঙের প্যান্টের মতো পোশাক।

প্রবীণ জানিয়েছেন, এটি মথুরার ছবি। ঠান্ডার হাত থেকে বাঁচাতে হাতিটিতে উলের পোশাক পরিয়ে দিয়েছেন গ্রামবাসীরাই। সেই সঙ্গে ‘হ্যাসট্যাগ ইনক্রেডিবল ইন্ডিয়া’-ও জুড়ে দিয়েছেন প্রবীণ।প্রবীণ ছবিটি ২৮ ডিসেম্বর পোস্ট করেছেন। প্রায় সাড়ে তিন হাজার লাইক পেয়েছে পোস্টটি। সেই সঙ্গে কমেন্টও পেয়েছে প্রায় হাজার খানেক।

আরও পড়ুন: করমর্দন করেননি কিন্তু এই কিশোরীর বাড়িতে পৌঁছে গেলেন আবু ধাবির যুবরাজ

প্রবীণের টুইটার হ্যান্ডলে ছবিটি শনিবার পোস্ট হলেও এর আগে ‘কোয়াইট ইন্টারেস্টিং’ নামে একটি টুইটার হ্যান্ডলেছবিটি ২০১৭ সালে ২২ জানুয়ারি পোস্ট হয়েছিল। সেখানেও ফটোগ্রাফার অ্যালেনের নাম উল্লেখ করা হয়।

আরও পড়ুন: দু’কোটির পোর্সা নিয়ে রাস্তায় বেরিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জরিমানার মুখে গাড়ি মালিক

প্রবীণ এই শনিবার হাতিটির ছবি পোস্টের পরে আরও একটি টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, 'হাতিটিকে সুন্দর দেখাচ্ছে ঠিকই। তবে এভাবে হাতিকে পোশাক পরানোর দরকার আছে কিনা, তিনি নিশ্চিত নন। কারণ এই পশুরা এই তাপমাত্রায় ইতিমিধ্যেই নিজেদের মানিয়ে নিয়েছে'।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Elephant Mathura Cold Winter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE