চাকরির দায়িত্ব পালন করে সন্তানের যত্ন নেওয়া, মোটেও সহজ কাজ নয়। কিন্তু চাকুরিরতা বহু মহিলাকেই রোজ এই কাজ করতে হয়। সম্প্রতি নিজের ছেলেকে কোলে নিয়ে এক মহিলা পুলিশকর্মীকে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটাগরিকদের মধ্যে।
একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার নয়ডার গৌতম বুদ্ধ নগরে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে নিরাপত্তার ডিউটি ছিল কনস্টেবল প্রীতি রানির। তাঁর একটি শিশু রয়েছে। কিন্তু সে দিন তাঁর স্বামীর পরীক্ষা থাকায়, ছেলেকে দেখার কেউ ছিল না। তাই ছেলেকে কোলে নিয়েই ডিউটি করেছেন তিনি।
এ ব্যাপারে এক সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, ‘‘ওর বাবার পরীক্ষা আছে আজ। তাই ছেলেকে নিয়ে যেতে পারবে না। খুব জরুরি ডিউটি পড়েছে। তাই ছেলেকে সঙ্গে নিয়ে এলাম।’’
Constable Priti Rani stood guard during UP CM @myogiadityanath's event at Noida today.
— ... (@dystopiannnn) March 2, 2020
"Duty is also paramount," she said, carrying her infant son in her arms. @noidapolice @Uppolice@upcoprahul @CP_Noida @ShishirGoUP @AwasthiAwanishK pic.twitter.com/L8StSIQwuU
আরও পড়ুন: গোমূত্র ও গোবরে সারতে পারে করোনাভাইরাস! নিদান বিজেপি নেত্রীর
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া থেকে সরবেন কেন? নানা জল্পনা মোদীর টুইটে