কালো টাকার বিরুদ্ধে যে ভাবে যুদ্ধঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা দারুণ ভাবে নজর কেড়েছে বিরাট কোহলির। রীতিমতো উচ্ছ্বসিত ভারতীয় টেস্ট ক্রিকেট টিমের অধিনায়ক কোহলি তাঁর টুইটে লিখেছেন, ‘‘ভারতীয় রাজনীতিতে আমার দেখা সবচেয়ে বড় পদক্ষেপ। আমাকে সত্যি-সত্যিই ভীষণ ভাবে নাড়া দিয়েছে।’’
কোহলি আরও একটি টুইটে লিখেছেন, ‘‘আমাকে তড়িঘড়ি করে হোটেলের বিল মিটিয়ে দিতে হয়েছিল। কারণ, বুঝেছিলাম দেরি করলে আর বিলটা মেটাতে পারব না। পরে ভাবলাম, ওই নোটগুলির ওপর সই করে দিতে পারতাম আমার ফ্যানদের জন্য!’’
আরও পড়ুন- নোট বাড়ন্ত, কিস্তিতে বিকোচ্ছে কুমড়োও