জ্ঞানবাপী মসজিদ-বিশ্বনাথ মন্দির বিতর্কে এ বার বিজেপির চিত্রতারকা সাংসদ রবি কিষণ। তাঁর দাবি, বারাণসীর জ্ঞানবাপী মসজিদের অজুখানার জলাধারে যে গম্বুজাকৃতি পাথরের খণ্ড মিলেছে তা আদতে শিবলিঙ্গ।আদালত নিযুক্ত পর্যবেক্ষকদের সমীক্ষা এবং ভিডিয়োগ্রাফির রিপোর্ট বারাণসী জেলা আদালতে জমা পড়লেও তা এখনও জনসমক্ষে আসেনি। এই পরিস্থিতিতে ভোজপুরী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শনিবার বলেন, ‘‘অনেক বছর ধরেই কাশী বিশ্বনাথ মন্দিরে যাচ্ছি। বারে বারেই মনে হয়েছে, কেন ভগবান মহাদেব এক দিকে, আর নন্দী অন্য দিকে!’’
প্রসঙ্গত, জ্ঞানবাপী মসজিদের ওজুখানার জলাধারের ঠিক ৮৩ ফুট দূরে, পাঁচিলের ওপারে বিশ্বনাথ মন্দির চত্বরে রয়েছে একটি নন্দীমূর্তি। যার মুখ ওজুখানার ওই গম্বুজাকৃতি পাথরের দিকেই। হিন্দুত্ববাদীদের দাবি, নন্দীমূর্তির মুখ সবসময় শিবলিঙ্গের দিকেই থাকে।