বিহারে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা তাঁদের আধার কার্ড দিয়ে সংশোধনের আবেদন করতে পারবেন বলে শেষ পর্যন্ত জানিয়ে দিল নির্বাচন কমিশন। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) বিনোদ সিংহ গুঞ্জিয়ালের দফতরে সোমবার এই মর্মে কমিশনের বিজ্ঞপ্তি পৌঁছেছে। সেখানে বলা হয়েছে, কোনও ভোটার যদি মনে করেন ভুল কারণে তাঁর নাম তালিকা থেকে বাদ গিয়েছে, তা হলে আধার কার্ডের প্রতিলিপি দিয়ে ফর্ম-৬ পূরণ করে আবেদন করতে পারবেন। তবে আবেদনের সময়-সীমা বাড়ানো হয়নি। আবেদন করতে হবে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যেই। ভোটারের নথি হিসেবে আধার কার্ডকে মান্য করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু কমিশনের তরফে কোনও বিজ্ঞপ্তি না-থাকায় কার্যক্ষেত্রে সমস্যায় পড়ছিলেন বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) যুক্ত বুথ লেভল অফিসারেরা (বিএলও)। এখন সেই সমস্যা মিটল।
বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’র অবসরে তেজস্বী যাদব ও রাহুল গান্ধী।
কমিশনের হিসেব অনুযায়ী, বিহারে খসড়া তালিকা নিয়ে আপত্তি বা সংশোধনের জন্য এখনও পর্যন্ত আবেদন করেছেন এক লক্ষ ৪০ হাজার ৯৩১ জন। তার মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ১৪ হাজার ৩৭৪টি আবেদনের। রাজনৈতিক দলের মধ্যে একমাত্র সিপিআই (এম-এল) লিবারেশনের বুথ লেভল এজেন্টরা (বিএলও) ১০টি আবেদন জমা দিয়েছেন। আরজেডি-র মতো বিরোধী দলের অবশ্য দাবি, তাদের বিএলএ-রা আপত্তি বা সংশোধনের জন্য আবেদন জমা দিলেও কমিশনের খাতায় তা দেখানো হচ্ছে না। কমিশনের তথ্য মোতাবেক, নতুন ভোটার হিসেবে নাম তোলার আবেদনের সংখ্যা এখনও পর্যন্ত তিন লক্ষ ৭৯ হাজার ৬৯২।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)