Advertisement
২০ এপ্রিল ২০২৪

ভারতভুক্ত ছিটমহলবাসীদের ভোটাধিকার এখনও চূড়ান্ত হল না

ভারত-বাংলাদেশ ছিট মহল বিনিময়ের পর ভারতভুক্ত ৫১টি ছিটমহলের বাসিন্দাদের ভোটাধিকার দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইনি প্রক্রিয়া শেষ হলেই নির্বাচন কমিশন তাদের ভোটাধিকার দেবে। সোমবার রাজ্যের যুগ্ম মুখ্য নির্বাচনী অফিসার শৈবাল গুপ্ত ওই খবর জানান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ১৯:১২
Share: Save:

ভারত-বাংলাদেশ ছিট মহল বিনিময়ের পর ভারতভুক্ত ৫১টি ছিটমহলের বাসিন্দাদের ভোটাধিকার দেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আইনি প্রক্রিয়া শেষ হলেই নির্বাচন কমিশন তাদের ভোটাধিকার দেবে। সোমবার রাজ্যের যুগ্ম মুখ্য নির্বাচনী অফিসার শৈবাল গুপ্ত ওই খবর জানান।

তবে ওই সব ছিটমহলের বাসিন্দারা যাতে আসন্ন বিধানসভা ভোটে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য কমিশনের সব রকম চেষ্টা করছে। এখন কেন্দ্রীয় সরকারের স্তরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা।

কোচবিহার জেলাপ্রশাসন সূত্রের খবর, ভারতভুক্ত ওই ৫১টি ছিটমহলের মোট বাসিন্দা এখন ১৪ হাজার ৮৫৬ জন। তার মধ্যে ছিটমহল বিনিময়ের সময় বাংলাদেশ থেকে ভারতে এসেছেন ৯০৭ জন।

এদিকে, ছিটমহলবাসীরা যাতে আসন্ন বিধানসভা ভোটে ভোট দিতে পারেন তার জন্য দাবি দাওয়া জানানোর পালা শুরু হয়েছে।। ছিটমহলের নাগরিকদের সংগঠন নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি আসন্ন বিধানসভা ভোটেই ভোটাধিকারের দাবিতে ১৬ ডিসেম্বর জেলাশাসকের কাছে স্মারকলিপি দেবে।

নির্বাচন কমিশন সূত্রের খবর, ৫১টি ছিটমহলের ভারতভুক্তি ঘটেছে সেগুলি মোটামুটি ভাবে মেখলিগঞ্জ, দিনহাটা এবং শীতলকুচি বিধানসভা কেন্দ্রের সঙ্গে যুক্ত হবে। প্রশাসনিক ভাবে ওই সীমানা পুর্নবিন্যাসের কাজ করে রেখেছে জেলা প্রশাসন। কিন্তু কিছু আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় তা এখনও ঘোষণা করা যাচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

enclave bangladesh india voting right ec
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE