প্রধানমন্ত্রীর দফতরে প্রতি দিন নানা রকম অদ্ভুত আর্জি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিঠি পাঠান বহু মানুষ। কিন্তু চণ্ডীগড়ের এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যা আর্জি জানালেন, শুনে আশ্চর্য হবেন।
কী সেই আর্জি?
চণ্ডীগড়েরই এক তরুণীর সঙ্গে ওই ইঞ্জিনিয়ারের প্রেমের সম্পর্ক রয়েছে। তরুণী পেশায় এক জন নার্স। ওই ইঞ্জিনিয়ার তাঁর প্রেমিকাকে বিয়ে করতে চান। কিন্তু তাঁদের এই সম্পর্কে দুই পরিবারের অমত রয়েছে বলে জানান ইঞ্জিনিয়ার। তাই রাজ্যের অভিযোগ গ্রহণ দফতরের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তাঁর অদ্ভুত আর্জি, ‘এমন এক জন লোক পাঠান যিনি দুই পরিবারের অভিভাবকদের বুঝিয়ে তাঁদের বিয়েতে যাতে রাজি করাতে পারেন!’