ওয়াকফ সংশোধনী বিলের চূড়ান্ত খসড়া নিয়ে আগামিকাল বৈঠকে বসতে চলেছে ওই বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)। সূত্রের মতে, বিরোধীদের আপত্তি আগ্রাহ্য করে ওয়াকফ বোর্ডে অ-মুসলিম ব্যক্তিকে সদস্য করার বিষয়টি ছাড়পত্র পেয়েছে খসড়া বিলে। বিলটির চূড়ান্ত রূপরেখা ঠিক হওয়ার কথা কালকের বৈঠকে।
সূত্রের মতে, খসড়া বিলে ওয়াকফ বোর্ডে অ-মুসলিম সদস্য নিয়োগ ছাড়াও কোনও সম্পত্তি ওয়াকফ কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়েছে। যা নিয়েও তীব্র আপত্তি ছিল বিরোধীদের। সূত্রের মতে, বিলে দাউদি বোরা ও আগা খানি সম্প্রদায়ের জন্য আলাদা বোর্ড গঠনের সুপারিশ করেছিল সরকার। কিন্তু ওই দুই সম্প্রদায় বিলের আওতার বাইরে থাকার জন্য আবেদন জানায়। সূত্রের মতে, সেই দাবি মেনে নেওয়া হয়েছে। একই ভাবে কোনও ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণের পাঁচ বছর পরে ওয়াকফ বোর্ডকে সম্পত্তি দান করতে পারবেন বলে যে সুপারিশ সরকার করেছিল, তা মেনে নেওয়া হয়েছে খসড়া বিলে। গত কাল কমিটিতে বিলটি সংখ্যার জোরে পাশ করিয়ে নেয় শাসক শিবির।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)