Advertisement
E-Paper

‘দাবি মেনেছে সরকার’, অনশন প্রত্যাহার করলেন মরাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা জারাঙ্গে

মনোজের দাবি, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের নেতৃত্বাধীন বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি (অজিত) জোটের সরকার তাঁদের মূল দাবিগুলি মেনে নিয়েছে। আন্দোলনের জয় হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৬
পঞ্চম দিনে অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন মনোজ জারাঙ্গে পাটিল।

পঞ্চম দিনে অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন মনোজ জারাঙ্গে পাটিল। ছবি: পিটিআই।

দাবিপূরণের জন্য আবার অনির্দিষ্ট কালের জন্য মুম্বইয়ে অনশন শুরু করেছিলেন মরাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল। শেষ পর্যন্ত মঙ্গলবার, পঞ্চম দিনে তা প্রত্যাহারের কথা ঘোষণা করলেন তিনি।

মনোজের দাবি, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের নেতৃত্বাধীন বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি (অজিত) জোটের সরকার তাঁদের মূল দাবিগুলি মেনে নিয়েছে। আন্দোলনের জয় হয়েছে। মঙ্গলবার রাতে মহারাষ্ট্র সরকার সং‌রক্ষণ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে। মরাঠা মানুষের জন্য অন্যান্য অনগ্রসর শ্রেণির শংসাপত্র, কিন্ডারগার্টেন থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং সরকারি চাকরিতে মরাঠাদের জন্য সংরক্ষণের দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন করছেন মনোজেরা।

ওবিসি তালিকাভুক্ত কুনবি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হলেই মারাঠা সম্প্রদায়ের জন্য ১০ শতাংশ সংরক্ষণ কার্যকর হবে। একই সঙ্গে আন্দোলনকারীদের দাবি ছিল, সংরক্ষণ আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে। আন্দোলন চলাকালীন যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের এক সদস্যকে চাকরি দিতে হবে। প্রসঙ্গত, ২০২৩ সালে মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মরাঠা জনগোষ্ঠীকে কুনবি শ্রেণিভুক্ত হিসাবে ওসিবি তালিকায় সংরক্ষণের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০২৪ সালে ১০ শতাংশ সংরক্ষণের বিল পাশ হয়েছিল মহারাষ্ট্র বিধানসভায়। বিষয়টি সুপ্রিম কোর্টে মামলাও হয়।

Maratha Quota BJP Shibsena Eknath Shinde NCP Ajit Pawar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy