‘ওয়ার অ্যান্ড পিস’ বিতর্কে বম্বে হাইকোর্টের বিচারপতির মন্তব্যের কড়া সমালোচনা করলেন জয়রাম রমেশ। কংগ্রেস সাংসদের কটাক্ষ, ‘নতুন ভারতে স্বাগত’। একই সঙ্গে তাঁর মন্তব্য ‘সত্যিই উদ্ভট’। লিও টলস্টয়ের ‘ওয়ার অ্যান্ড পিস’ বইটি রাখা নিয়ে সমাজকর্মী ভার্নন গঞ্জালভেসকে বম্বে হাইকোর্ট বৃহস্পতিবার প্রশ্ন করার পরের দিনই সরব হলেন রমেশ।
বিতর্কের সূত্রপাত বৃহস্পতিবার। ভীমা কোরেগাঁওয়ে অশান্তির অভিযোগে পুণে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন লেখক-সমাজকর্মী ভার্নন গঞ্জালভেস। বম্বে হাইকোর্টে জামিনের আর্জি জানান গঞ্জালভেস। তার শুনানিতেই বিচারপতি সরং কোতয়াল ব্যাখ্যা করতে বলেন, কেন ভার্নন বাড়িতে টলস্টয়ের ‘ওয়ার অ্যান্ড পিস’-এর মতো ‘আপত্তিকর’ বই রেখেছেন। একই সঙ্গে বাড়িতে কয়েকটি সিডি রাখা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি।
তার পর থেকেই এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। টলস্টয়ের ‘ওয়ার অ্যান্ড পিস’ নিষিদ্ধ কোনও বই নয়। সেই বই বাড়িতে রাখাও অপরাধ হতে পারে না। কিন্তু বিচারপতি তা নিয়ে প্রশ্ন তোলায় শুরু হয় বিতর্ক। সেই বিতর্কেই শুক্রবার রমেশ বলেছেন, ‘‘সত্যিই আশ্চর্যের যে কারও বাড়িতে টলস্টয়ের ‘ওয়ার অ্যান্ড পিস’ বই রাখা নিয়ে প্রশ্ন তুলছেন এবং রাখার কারণ ব্যাখ্যা করতে বলছেন বম্ব হাইকোর্টের বিচারপতি। অথচ মহাত্মা গাঁধীও এই টলস্টয়ের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। নতুন ভারতে আপনাকে স্বাগত।’’