পশ্চিমবঙ্গের নদীতে আনুমানিক ৮১৫টি ডলফিন রয়েছে। গোটা দেশে ডলফিনের সংখ্যা জানতে প্রথম সমীক্ষা রিপোর্ট জানিয়েছে, ভারতে ২৮টি নদীতে মোট ৬,৩২৭টি ডলফিন রয়েছে। আটটি রাজ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু অববাহিকার ৮ হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ ২৮টি নদীতে সমীক্ষা করা হয়েছিল। জানা গিয়েছে, উত্তরপ্রদেশে ডলফিনের সংখ্যা সবথেকে বেশি, ২৩৯৭টি। বিহারে ২,২০০টি ডলফিনের সন্ধান মিলেছে। এর পরেই পশ্চিমবঙ্গের স্থান। আজ গুজরাতের গিরে জাতীয় বন্যপ্রাণী পর্ষদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছেন। একই সঙ্গে চলতি বছরে এশিয়াটিক সিংহ শুমারির ঘোষণাও করেছেন। প্রতি পাঁচ বছর অন্তর দেশে এশিয়াটিক সিংহ গণনা করা হয়। ২০২০ সালে ৬৭৪টি সিংহের সন্ধান মিলেছিল। সিংহের সংরক্ষণে ‘প্রজেক্ট লায়ন’-এর জন্য কেন্দ্রীয় সরকার ২,৯০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)