পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হয়েছিল গত বছর। নির্বাচন কমিশনের হিসেব বলছে, সব দল মিলে তাতে খরচ করেছে মোট ৫৭৩ কোটি ২৪ লক্ষ টাকা। তার মধ্যে ১১০ কোটি ৬২ লক্ষ টাকাই খরচ হয়েছে পশ্চিমবঙ্গে।
ভোটের খরচ নিয়ে রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনে যে হিসাব জমা দিয়েছে, তার উপর ভিত্তি করে একটি রিপোর্ট তৈরি করেছে অসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)। সেই রিপোর্ট বলছে, শুধু খরচ নয়, রাজনৈতিক দলগুলি পশ্চিমবঙ্গ থেকেই সব থেকে বেশি চাঁদা সংগ্রহ করেছিল। যার পরিমাণ প্রায় ৮৪ কোটি ৩০ লক্ষ টাকা। খরচ ও চাঁদা, দুই মাপকাঠিতেই তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরিকে পিছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ।
এডিআর-এর রিপোর্ট বলছে, গত বিধানসভা ভোটে তৃণমূল খরচ করেছে ৩৪ কোটি ৯৫ লক্ষ টাকা, কংগ্রেস ১০ কোটি ৬৩ লক্ষ, সিপিএম ৬ কোটি ১৯ লক্ষ এবং বিজেপি ৫ কোটি ৭০ লক্ষ টাকা। কংগ্রেস-সিপিএম-বিজেপির ক্ষেত্রে অবশ্য কেন্দ্রীয় স্তর থেকেও খরচ হয়েছে। সংগঠনের তরফে বিপ্লব হালিম বলেন, ‘‘খাতায়-কলমে এত খরচ হলে, আসল খরচ অনেক বেশি। অথচ পশ্চিমবঙ্গে শাসক, বিরোধী সব দলই নির্বাচনী সংস্কার, সরকারি খরচে ভোট করার পক্ষে। কিন্তু তাঁরাই বেশি অর্থ ঢালছেন।’’