Advertisement
E-Paper

জিএসটি ২.০ মধ্যবিত্তকে অনেক সুরাহা দেবে! বললেন নির্মলা, জিএসটি ৩.০-তে কী কী থাকবে, জানিয়ে রাখলেন তা-ও

জিএসটি ২.০ অর্থাৎ, নয়া কাঠামো আগামী ২২ সেপ্টেম্বর থেকে চালু হবে। তার আগে নির্মলা জানালেন, নতুন কাঠামো গোটা জিএসটি ব্যবস্থাকে আরও সরল করবে। তাতে সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীরা, সকলেই উপকৃত হবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০১
নির্মলা সীতারমণ।

নির্মলা সীতারমণ। —ফাইল চিত্র।

জিএসটি ১.০ ছিল অভিন্নতার প্রতীক। জিএসটি ২.০ জোর দিয়েছে সরল ব্যবস্থায়। জিএসটি ৩.০ নজর দেবে আরও স্বচ্ছতায়। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

জিএসটি ২.০ অর্থাৎ, নয়া কাঠামো আগামী ২২ সেপ্টেম্বর থেকে চালু হবে। তার আগে নির্মলা জানালেন, নতুন কাঠামো গোটা জিএসটি ব্যবস্থাকে আরও সরল করবে। তাতে সাধারণ ক্রেতা এবং ব্যবসায়ীরা, সকলেই উপকৃত হবেন। মূলত মধ্যবিত্ত গোষ্ঠীকে নজরে রেখেই পণ্য ও পরিষেবা কর ব্যবস্থায় বদল আনা হয়েছে। সীতারমণ বলেন, ‘‘কর কমার সুফল ক্রেতাদের পাওয়া উচিত। এটা নিশ্চিত করতে হবে ব্যবসায়ীদের।’’ পাশাপাশি সরকারি সংস্থাগুলিকেও কড়া নজরে রাখা হবে বলে জানান অর্থমন্ত্রী।

গোটা দেশকে এক কর ব্যবস্থার মধ্যে শামিল করতেই ২০১৭ সালে জিএসটি ব্যবস্থা চালু করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তা নিয়ে নানা সমালোচনা হয়। পরবর্তী কালে একাধিক বার কর কাঠামো বদলেও ক্রেতাদের খুব একটা সুবিধা হয়নি বলেই দাবি বিভিন্ন মহলের। কিন্তু নয়া ব্যবস্থায় ক্রেতাদের আচরণে বদল আসবে বলেই মনে করছেন অর্থনৈতিক মহলের একাংশ। তাঁদের মত, শীঘ্রই বাজারে বিক্রিবাটা বাড়বে। ফলে দীর্ঘমেয়াদে এতে অর্থনীতির চাকাও ঘুরবে।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বার জিএসটি ৩.০ নিয়েও কথা বললেন নির্মলা। তিনি জানান, জিএসটি ২.০-তে গোটা ব্যবস্থা সরল করা হয়েছে। জিএসটি ৩.০-তেও তা-ই থাকবে। তবে নতুন মোড়কে। ধাঁচা একই রেখে কাঠামোয় বদল আনা হতে পারে।

প্রসঙ্গত, জিএসটি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জিএসটি ২.০-তে থেকে মূলত দু’টি জিএসটি-র হার চালু হবে। ৫ শতাংশ ও ১৮ শতাংশ। ১২ শতাংশ ও ২৮ শতাংশের জিএসটি হার তুলে দেওয়া হবে। তার ফলে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যে জিএসটি-র হার ১২ বা ১৮ শতাংশ থেকে ৫ শতাংশ বা শূন্যে নেমে আসবে। এখন থেকে টুথপেস্ট, মাথার তেল, সাবান, শ্যাম্পু, বাসনকোসনে মাত্র ৫ শতাংশ জিএসটি চাপবে। ছানা, পনির, রুটি-চাপাটিতে কোনও জিএসটি চাপবে না। নিমকি, ভুজিয়া, পাস্তা, সস, নুডলস, চকলেট, কফি, মাখন, ঘি, কর্নফ্লেক্সেও জিএসটি ১২ বা ১৮ শতাংশ থেকে ৫ শতাংশে নেমে আসবে। ফলে এই সমস্ত জিনিসপত্রের দাম কমবে।

মধ্যবিত্তের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য এসি-র মতো দামি বৈদ্যুতিন পণ্যে জিএসটি-হার ২৮ থেকে ১৮ শতাংশে নেমে আসবে। ছোট গাড়ি, ৩৫০ সিসি-র কম ইঞ্জিনের বাইকে জিএসটি ২৮ থেকে ১৮ শতাংশে নেমে আসছে। অনেকের মতে, এতে ছোট গাড়ির বিক্রি বাড়তে পারে। ১২০০ সিসি-১৫০০ সিসি ইঞ্জিনের এবং ৪ মিটারেরও বেশি দৈর্ঘ্যের বড় গাড়িগুলির দামও কমতে পারে ২-৫ শতাংশ। এত দিন সেগুলিতে জিএসটি এবং সেস মিলিয়ে ক্রেতাকে দিতে হত ৪৭-৫২ শতাংশ। এ বার তাতেও দাম কমার ফলে উচ্চবিত্তেরও সুরাহা হবে বলেই মনে করছেন অনেকে।

ব্যক্তিগত জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি-র হার শূন্যে নেমে আসছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি তুলেছিলেন।

GST Nirmala Sitharaman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy