Advertisement
০৫ মে ২০২৪

এস-৪০০ ট্রায়াম্ফ পেলে কী লাভ হবে ভারতের?

রাশিয়ার তৈরি এস-৪০০ ট্রায়াম্ফ শুধুমাত্র ক্ষেপণাস্ত্র নয়। এটি আসলে একটি স্বয়ংসম্পূর্ণ আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা। এস-৪০০ ট্রায়াম্ফ ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে ক্ষেপণাস্ত্রের লঞ্চিং প্যাড, ক্ষেপণাস্ত্রবাহী গাড়ি, শক্তিশালী রেডার এবং স্বয়ংক্রিয় আক্রমণে প্রতিপক্ষকে বিপর্যস্ত করার বন্দোবস্ত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ১৪:১১
Share: Save:

রাশিয়ার তৈরি এস-৪০০ ট্রায়াম্ফ শুধুমাত্র ক্ষেপণাস্ত্র নয়। এটি আসলে একটি স্বয়ংসম্পূর্ণ আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা। এস-৪০০ ট্রায়াম্ফ ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে ক্ষেপণাস্ত্রের লঞ্চিং প্যাড, ক্ষেপণাস্ত্রবাহী গাড়ি, শক্তিশালী রেডার এবং স্বয়ংক্রিয় আক্রমণে প্রতিপক্ষকে বিপর্যস্ত করার বন্দোবস্ত। এস-৪০০ ট্রায়াম্ফ-এর পাঁচটি উইনিট আপাতত কিনতে চাইছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, তিনটি ইউনিট মোতায়েন করা হবে পশ্চিম সীমান্তে। দু’টি ইউনিট পূর্ব তথা উত্তর-পূর্ব সীমান্তে মোতায়েন করা হবে। এক দিকে পাকিস্তান আর অন্য দিকে চিনের কথা মাথায় রেখেই যে এই ব্যবস্থা, তা নিয়ে প্রতিরক্ষা বিশারদদের সংশয় নেই।

রাশিয়ার কাছ থেকে ভারত এস-৪০০ ট্রায়াম্ফ আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্তে শুধু চিন বা পাকিস্তান নয়, ন্যাটো বাহিনীও অশনি সঙ্কেত দেখছে। এস-৪০০ ট্রায়াম্ফ যে কোনও অত্যাধুনিক যুদ্ধবিমান, স্টিল্থ ফাইটার (গোপনে হামলা চালাতে সক্ষম যুদ্ধবিমান), ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের হামলাও রুখে দিতে সক্ষম। আকাশপথে এই ধরনের কোনও হামলা চালানোর চেষ্টা হলে এস-৪০০ ট্রায়াম্ফ ইউনিট ক্ষেপণাস্ত্র হেনে আকাশেই ধ্বংস করে দিতে পারে প্রতিপক্ষের বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্রকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE