রবিবার কাশ্মীর সফরের সময়ে ডাল লেকে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেকের উপরে মোটরবোটে নিজের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘‘ডাল লেক দেখে অভিভূত হয়ে যেতে হয়।’’ কিন্তু মোটরবোট থেকে তাঁর হাত নাড়ার একটি ভিডিয়ো নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ শুরু হয়েছে টুইটারে। পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মতে, ‘‘মোদী উপত্যকায় বিজেপির অসংখ্য কাল্পনিক বন্ধুর উদ্দেশে হাত নাড়ছেন।’’ ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার কটাক্ষ, ‘‘যাঁরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে হাত নাড়ছিলেন তাঁদের ছবি না তুলে ফটোগ্রাফার মস্ত অন্যায় করেছেন। কারণ, মোদী কোনওভাবেই ফাঁকা হ্রদের দিকে হাত নাড়বেন না।’’
কংগ্রেস নেতা সলমন নিজামি আবার মনে করছেন, মোদী পাহাড়ের উদ্দেশে হাত নাড়ছেন। বস্তুত প্রধানমন্ত্রীর সফরের প্রেক্ষিতে হরতালের ডাক দিয়েছিল বিচ্ছিন্নতাবাদীরা। তার জেরে কার্যত জনহীন ছিল শ্রীনগরের পথঘাট। সাংবাদিক নাভিদ ইকবালের বক্তব্য, ‘‘গোটা শ্রীনগর যেখানে
তালাবন্দি সেখানে প্রধানমন্ত্রী কার উদ্দেশে হাত নাড়লেন তা বুঝতে পারলাম না।’’
#WATCH Jammu & Kashmir: Prime Minister Narendra Modi tours Dal lake in Srinagar. pic.twitter.com/EwEJFfuowV
— ANI (@ANI) February 3, 2019