হাওড়ার আমতা জয়পুরের একটি বাড়িতে আগুন। ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু হল একই পরিবারের চার জনের। মৃতদের মধ্যে রয়েছে নবম শ্রেণির এক ছাত্রী। কী ভাবে ঘরে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ। চার জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
হাওড়া জয়পুরের ঝামটিয়া অঞ্চলের সাউড়িয়া গ্রামের ওই বাড়িতে রবিবার গভীর রাতে আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হয় নবম শ্রেণীর ছাত্রী-সহ একই পরিবারের চার জনের। মৃতেরা হলেন ভারু দলুই (৮০), দুধকুমার দলুই (৪৫), রত্না দলুই (৩৫), শম্পা দলুই (১৫)। দুধকুমারের এক পুত্রও রয়েছে। তিনি ভিন্রাজ্যে শ্রমিকের কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে হঠাৎই ঘরের ভিতর আগুন দেখা যায়। চার জনই ঘরের মধ্যে আটকে পড়েন। স্থানীয়েরা থানায় খবর দিলে পুলিশ দমকল পাঠায়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘর থেকে উদ্ধার হয় একই পরিবারের চার জনের দেহ। কী ভাবে আগুন লাগল, তদন্ত করে দেখছে পুলিশ।