সন্দেশখালির শাহজাহান শেখের মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ধাক্কা মারার ঘটনায় গ্রেফতার হলেন মূল অভিযুক্ত আলিম মোল্লা। অভিযোগ, ঘাতক ট্রাকের চালকের আসনে ছিলেন আলিম। ভোলা ঘোষ সাক্ষ্য দিতে যাওয়ার সময় তাঁর গাড়িতে সেই ট্রাক ধাক্কা দেয়। তাতে মৃত্যু হয় গাড়ির চালক এবং ভোলার পুত্রের। সোমবার আলিমকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে। অভিযোগ, লক্ষাধিক টাকা নিয়ে ১৬ চাকার ট্রাক চালিয়ে তিনি ভোলার গাড়িতে ধাক্কা দেন।
গত ১০ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা নাগাদ সন্দেশখালির ন্যাজাট থানার রাজবাড়ি আউট পোস্ট এলাকার বয়ারমারি এলাকায় বাসন্তী রোডে ভোলার গাড়িতে ধাক্কা দেয় ট্রাকটি। ভোলার অভিযোগ, তিনি শাহজাহানের মামলার অন্যতম সাক্ষী বলেই পরিকল্পিত ভাবে তাঁকে খুনের ছক কষা হয়েছিল। আলিমের গ্রেফতারির পরে ভোলা বলেন, ‘‘আমার পুলিশের প্রতি আস্থা ছিল । আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ প্রশাসনকে । আশা করি এর সঙ্গে আরও যাঁরা জড়িত, তাঁরাও অবিলম্বে ধরা পড়বেন।’’
আরও পড়ুন:
এই ঘটনায় এর আগে চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার মধ্যে তিন জনের নাম এফআইআরে ছিল না। পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই তিন জনকে গ্রেফতার করেছিল। পরে নজরুল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ। এফআইআরে তাঁর নাম ছিল। ভোলার অভিযোগ, ধাক্কা মারার পর ঘাতক ট্রাকের চালককে বাইকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন নজরুল। চার জন ধৃতকে জেরা করে পুলিশ। রবিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার একটি গোপন ডেরা থেকে আলিমকে গ্রেফতার করে পুলিশ। ভোলার অভিযোগ, আলিমকে তিনি নিজের চোখে দেখেছিলেন। সেই মর্মে থানায় অভিযোগও করেছিলেন।