বেশ কয়েক মাস ধরে এলাকার এক উদ্যানে বাচ্চাদের ফুটবল খেলা শেখাচ্ছেন এক তরুণ। তিনি সাউথ আফ্রিকার নাগরিক। ভারতে এসে রোজগার করছেন, অথচ হিন্দি ভাষা শিখছেন না দেখে তরুণ ফুটবল কোচের প্রতি বেজায় চটে গেলেন বিজেপি নেত্রী রেণু চৌধরি। সকলের সামনে ফুটবল কোচকে হুমকিও দিতে শোনা গেল তাঁকে। রেণুর হুমকি, এক মাসের মধ্যে হিন্দি ভাষা না শিখলে আর ফুটবল শেখানোর সুযোগ পাবেন না ওই কোচ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রোহিত’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মাঠভর্তি লোকজনের সামনে আঙুল তুলে হুমকি দিচ্ছেন বিজেপি নেত্রী রেণু। এই ঘটনাটি সম্প্রতি দিল্লির পটপড়গঞ্জের একটি উদ্যানে ঘটেছে। রেণুর দাবি, বেশ কয়েক মাস ধরে সেই উদ্যানে বাচ্চাদের ফুটবল খেলার প্রশিক্ষণ দিচ্ছেন এক সাউথ আফ্রিকান কোচ। কিন্তু তিনি এখনও পর্যন্ত হিন্দি ভাষায় দড় হয়ে ওঠেননি।
তা জানতে পেরে সকলের সামনে আঙুল তুলে হুমকি দিয়ে রেণু সেই ফুটবল কোচকে বলেন, ‘‘এক মাসের মধ্যে যদি তুমি হিন্দি শিখতে না পারো, তা হলে তোমায় এই উদ্যান ছেড়ে চলে যেতে হবে। আমি মজা করছি না। ভারতে এসে রোজগার করবে আর এখানকার ভাষা শিখবে না— এমনটা হতে পারে না। ঠিক এক মাস সময় রয়েছে তোমার হাতে। আগেও বলেছিলাম। আমার কথায় পাত্তা দাওনি। আর সময় দেব না।’’
বিজেপি নেত্রীর এই হুমকি দেওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে যায়। এক নেটাগরিক ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, ‘‘বিদেশিদের সঙ্গে কি এমন খারাপ আচরণ করা উচিত? ভারতীয়েরা কাজের জন্য বাইরে গেলে কি ইংরেজি বাদ দিয়ে সেখানকার ভাষা শেখার জন্য জোরাজুরি করা হয়?’’
রেণু ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী এবং দিল্লি পুরসভার (এমসিডি) অধীনে পূর্ব দিল্লির পটপড়গঞ্জের ১৯৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে রয়েছেন। ২০২২ সালের এমসিডি নির্বাচনে আম আদমি পার্টির (এএপি) প্রতিদ্বন্দ্বীকে প্রায় ৪০৩ ভোটে পরাজিত করে আসনটি জিতেছিলেন তিনি। বর্তমানে বিজেপির দিল্লি মহিলা মোর্চার প্রাদেশিক মন্ত্রী পদে নিযুক্ত। পূর্বে দলের মহিলা শাখার জেলা সভানেত্রীর দায়িত্বও পালন করেছেন।