মায়ের কোলে উঠে ছটফট করছিল খুদে। প্রথম বার বিমানে উঠবে সে। বিমানে ওঠার সময়ই বাবাকে দেখতে পেয়েছে সে। বাবার পরনে পাইলটের ইউনিফর্ম। বাবাকে বিমানের ভিতর দাঁড়িয়ে থাকতে দেখে মায়ের কোল থেকে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল শিশু। বাবাও তাকে কোলে নিয়ে ককপিটে ঢুকে পড়লেন। বাবা-ছেলের এই মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন মা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘হেল্থকোচগুণা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাবার কোলে বসে পা দুলিয়ে যাচ্ছে এক শিশু। বিমানের ককপিটের ভিতর বসে রয়েছে সে। তার বাবা পেশায় পাইলট। সেটি শিশুর জীবনের প্রথম বিমানসফর। সেই বিমানের পাইলট আবার তার বাবা। ককপিটের ভিতর বসে হাসিমুখে, চোখ বড় বড় করে চারদিকে তাকাচ্ছে শিশুটি। আনন্দের এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখছেন তার মা।
জানা গিয়েছে, তরুণ পাইলটের নাম আকাশ খন্না। তাঁর স্ত্রী গুঞ্জন আপ্তে বাবা-ছেলের এই মুহূর্তটির ভিডিয়ো তুলে রাখছিলেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটাগরিক আবার মজা করে লিখেছেন, ‘‘এ যে দেখছি সবচেয়ে কমবয়সি কো-পাইলট! খুবই মিষ্টি ভিডিয়ো।’’