Advertisement
E-Paper

যোগীসভা কি কাল মাফ করবে কৃষিঋণ

মুখ্যমন্ত্রী হওয়ার পরে দু’সপ্তাহেরও বেশি পার করে দিয়ে অবশেষে মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকটি করতে চলেছেন যোগী আদিত্যনাথ। মঙ্গলবার বিকেল পাঁচটায় হবে ওই বৈঠক। উত্তরপ্রদেশ কেন, গোটা দেশই যার দিকে তাকিয়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০৩:৫৪

মুখ্যমন্ত্রী হওয়ার পরে দু’সপ্তাহেরও বেশি পার করে দিয়ে অবশেষে মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকটি করতে চলেছেন যোগী আদিত্যনাথ। মঙ্গলবার বিকেল পাঁচটায় হবে ওই বৈঠক। উত্তরপ্রদেশ কেন, গোটা দেশই যার দিকে তাকিয়ে। কারণ সরকারের একটি সূত্রের ইঙ্গিত, প্রতিশ্রুতি মাফিক সেই দিনই কৃষি-ঋণ মাফের ঘোষণা হতে পারে।

ভোট-প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, লখনউ দখলে এলে নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ছোট ও প্রান্তিক কৃষকদের ঋণ মাফ করা হবে। সরকারে এসে এত বড় আর্থিক দায় ঘাড়ে নিতে হিমশিম খাচ্ছিলেন যোগী। যে কারণে মন্ত্রীদের সঙ্গে আলাদা করে বৈঠক করলেও সেটিকে আনুষ্ঠানিক ভাবে মন্ত্রিসভার বৈঠক বলা হয়নি এই ক’দিন। অবশেষে আজ রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, মন্ত্রিসভার প্রথম বৈঠক ৪ এপ্রিল।

খোদ প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে কৃষি ঋণ মাফের প্রতিশ্রুতি দেওয়ায় কংগ্রেস-সহ বাকি বিরোধীরা সংসদে দাবি তুলছে, গোটা দেশেই এই ব্যবস্থা চালু করতে হবে মোদী সরকারকে। যেটি ইউপিএ আমলে করা হয়েছিল। সম্প্রতি যন্তর-মন্তরে তামিলনাড়ুর কৃষকদের ধর্না মঞ্চে গিয়েও রাহুল গাঁধী একই দাবি তুলেছেন।

কেন্দ্রের মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর স্পষ্ট বক্তব্য, এটি শুধুমাত্র উত্তরপ্রদেশ সরকারেরই পদক্ষেপ। কেন্দ্রের কোনও ভূমিকা নেই এতে। কোনও রাজ্য সরকার চাইলে তারা করতে পারে।

যদিও রাজনৈতিক সূত্রের খবর, ঋণ মাফের ঘোষণা করতে যোগীকে প্রধানমন্ত্রীরই দ্বারস্থ হতে হয়েছে। কেন্দ্র টাকা দেবে না বলে জানিয়েও অর্থমন্ত্রী অরুণ জেটলিই ছকে দিয়েছেন, কী ভাবে হবে যোগীর মুশকিল আসান। মুখ্যমন্ত্রী নিজেও রাজ্যের অফিসারকে ছত্তীসগঢ়ে রমন সিংহ সরকারের মডেল দেখতে পাঠিয়েছিলেন পথ খুঁজতে।

Yogi Adityanath Formal Meeting BJP Agriculture Credit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy