বন্দুক উঁচিয়ে ভরা বাজার থেকে এক মহিলা এবং তাঁর সন্তানকে নিয়ে পালাল এক দল দুষ্কৃতী! বাধা দিতে গিয়ে আক্রান্ত হন ওই মহিলার স্বামী। পুলিশের সন্দেহ, প্রেমঘটিত কারণেই এই অপহরণের ঘটনা। তবে পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্তকারীরা।
শনিবার সন্ধ্যায় ভোপালের লবকুশনগর থানা এলাকার সুমেরি গ্রাম থেকে এক মহিলা এবং তাঁর শিশুসন্তানকে অপহরণ করা হয়। এক দল যুবক এসে পথ আটকান তাঁদের। তার পরে একটি গাড়িতে জোর করে তুলে নিয়ে যান। ভয় দেখাতে শূন্যে গুলিও ছোড়া হয়। পুলিশ সূত্রে জানা দিয়েছে, অপহরণকারী দলের নেতৃত্বে ছিলেন সঞ্জয় সিংহ লোধি নামে এক যুবক। ঘটনার সময় ওই মহিলা সঙ্গে ছিলেন তাঁর স্বামী। বাধা দিতে গিয়ে তিনি আক্রান্ত হন বলেই খবর।
প্রত্যক্ষদর্শীদের মতে, অপহরণকারীদের দলে কয়েক জনের হাতে অস্ত্র ছিল, কেউ কেউ আবার লাঠি হাতে এসেছিলেন। ঘটনার একটি ভিডিয়োও (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) প্রকাশ্যে এসেছে। পুলিশ জানিয়েছে, ওই ফুটেজ তাদের হাতেও এসেছে। সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। আহতকে স্থানীয়েরাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অপহৃত মহিলার পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। একই সঙ্গে নিরাপত্তারও দাবি জানিয়েছে তারা।
আরও পড়ুন:
কী কারণে এই অপহরণ তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সঞ্জয়ের সঙ্গে ওই মহিলার আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ছত্তরপুরের পুলিশ সুপার অগম জৈন জানিয়েছেন, সঞ্জয়ের সঙ্গে মহিলাকে দেখা বা কোনও রকম যোগাযোগ করতে বাধা দিচ্ছিলেন তাঁর স্বামী। সেই কারণেই এই অপহরণ হয়ে থাকতে পারে। অভিযুক্তেরা গাড়ি করে ওই মহিলা এবং শিশুটিকে তুলে নিয়ে যান। পরে কিছু দূরে গাড়ি রেখে সকলে বাইকে করে এলাকা ছাড়ে।
অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারীদের কবল থেকে মহিলা এবং শিশুটিকে উদ্ধারেও চেষ্টা চলছে। কোথায় কোথায় গা ঢাকা দিতে পারেন অপহরণকারীরা, সেই সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।