Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mumbai Fire

মুম্বই অগ্নিকাণ্ড: নিজের জন্মদিনেই নিভল খুশির প্রাণ

স্থানীয় লোকজন ও দমকল সূত্রের খবর, রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে রেস্তরাঁয়। তার পর খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে বিল্ডিংয়ের তিনতলা আর চারতলায়। আগুন, ধোঁয়ায় বেরনোর পথ পর্যন্ত খুঁজে পাননি তাঁরা।

বন্ধুর সঙ্গে খুশবু মেটা (ডানদিকে)।

বন্ধুর সঙ্গে খুশবু মেটা (ডানদিকে)।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৭ ১৭:০৭
Share: Save:

নিজের জন্মদিনের পার্টিতেই প্রাণ দিতে হল খুশিকে। ভাল নাম খুশবু ভংসালী। বৃহস্পতিবার ছিল তাঁর ২৮ বছরের জন্মদিন। রাতে তারই পার্টি চলছিল মুম্বইয়ের এক রুফটপ রেস্তরাঁয়। সেখানেই আগুন লাগে রাত সাড়ে ১২টা নাগাদ। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ম়়ৃত্যু হল ১৪ জনের। এর মধ্যে রয়েছেন খুশি-সহ ১১জন মহিলা। এঁরা সকলেই বন্ধু।

কমলা মিল্‌স কম্পাউন্ডের চারতলা ট্রেড হাউস বিল্ডিংয়ের ওই রেস্তরাঁটির নাম ‘ওয়ান অ্যাবভ’। এখানেই নিজের ২৮তম জন্মদিনে পার্টির আয়োজন করেছিলেন খুশি। রাত ১২টা বাজতেই বন্ধুদের হৈহুল্লোড়ের মধ্যে নিজের জন্মদিনের কেক কাটেন। কেক কাটার সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তাঁর এক বন্ধু। ক্যাপশনে কি লেখা ছিল— ‘হ্যাপিয়েস্ট বার্থডে খুশি’।

এই অগ্নিকাণ্ড প্রাণ কেড়ে নিয়েছে আমেরিকা থেকে ভারতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসা দুই ভাইয়েরও। তাঁরাও এই রাতে ট্রেড হাউস বিল্ডিংয়ের আর একটি রেস্তরাঁয় গিয়েছিলেন নৈশভোজ সারতে।

দেখুন ভয়ঙ্কর সেই অগ্নিকাণ্ডের ভিডিও:

স্থানীয় লোকজন ও দমকল সূত্রের খবর, রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে রেস্তরাঁয়। তার পর খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে বিল্ডিংয়ের তিনতলা আর চারতলায়। আগুন, ধোঁয়ায় বেরনোর পথ পর্যন্ত খুঁজে পাননি তাঁরা। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার পর দমকলকর্মীরা যখন ওই রেস্তরাঁয় ঢুকলেন উদ্ধারের জন্য, তখন সেখানে আর কেউ বেঁচে নেই। দমকল সূত্রের খবর, বেশিরভাগ দেহ পড়ে ছিল ওয়াশরুমের সামনে। প্রাথমিকভাবে অনুমান, ধোঁয়ায় দম বন্ধ হয়েই মৃত্যু হয়েছে সকলের। খুশির দেহটি শনাক্ত করেন তাঁর স্বামী। খুশি-সহ মৃত ১৪ জনেরই বয়স ২২ থেকে ৩০-এর মধ্যে।

ভস্মীভূত সেই রেস্তরাঁ। ছবি: এএফপি।

আরও পড়ুন: মুম্বইয়ে রেস্তরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৪

মুম্বইয়ের এই এলাকাটি তার নৈশ পার্টির জন্যই বেশি পরিচিত। এমন অনেক জন্মদিন, বিবাহবার্ষিকী বা অফিস পার্টি এখানকার রেস্তরাঁগুলোতে লেগেই থাকে। দমকল সূত্রে জানানো হয়েছে, এই রেস্তরাঁটিতে কোনও অগ্নিনির্বাপন ব্যবস্থাই ছিল না। শুধু তাই নয়, রেস্তরাঁটি সাজানোর জন্য সম্পূর্ণ বেআইনি ভাবেই বাঁশের ফল্‌স সিলিং আর দেওয়াল ব্যবহৃত হয়েছে। এমনটাই জানাচ্ছে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন।

তদন্তে সামনে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্য। আগুনে আর ধোঁয়ার যখন দম বন্ধ হয়ে আসছে খুশি ও তাঁর বন্ধুদের, বাইরে বেরোবার পথ খুঁজে পাচ্ছেন না তাঁরা, তখন তাঁদের বিপদের মধ্যে ফেলে রেখেই রেস্তরাঁ ছেড়ে পালিয়ে যান সেটির ম্যানেজার। এই ঘটনায় গাফিলতির দায়ে বিএমসির পাঁচ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

আরও পড়ুন: ‘সর্বজিতের স্ত্রীর সিঁদুরও মুছে দিয়েছিল পাক পুলিশ’

বিপর্যয় কাটিয়ে হয়তো আবার একদিন চেনা ছন্দে ফিরবে কমলা মিল্‌স কম্পাউন্ড। কিন্তু আর কোনও দিনই বাড়ি ফিরবেন না ‘হ্যাপিয়েস্ট বার্থডে’তে আসা মানুষগুলো। খুশির জন্মদিন যে এমন ভয়ঙ্কর হয়ে উঠবে কে জানত!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE