স্বামী-স্ত্রীর মধ্যে বচসা চলছিল। স্বামীর অভিযোগ, ঝগড়ার সময় তাঁর যৌনাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। দিল্লির ঘটনা। ওই যুবক এখন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের বাড়ি রূপনগর এলাকায়। শুক্রবার রাতে পুলিশের কাছে একটি ফোন আসে। খবর পেয়ে রূপনগরে যুবকের বাড়িতে পৌঁছে যায় তারা। সেখানে যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পুলিশকর্মীরা। এর পরেই তাঁকে সফদরজং হাসপাতালে ভর্তি করানো হয়।
আরও পড়ুন:
ঘটনার পর থেকে খোঁজ নেই যুবকের স্ত্রী। তিনি এখনও অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানিয়েছে, জ্ঞান ফিরলে যুবকের বয়ান সংগ্রহ করা হবে। তার পরেই এই নিয়ে বিশদে জানা যাবে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
মাস কয়েক আগে উত্তরপ্রদেশের হামিরপুরে স্বামীর যৌনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ ওঠে স্ত্রীর বিরুদ্ধে। ওই তরুণী পুলিশকে জানিয়েছিলেন, স্বামী বার বার সহবাসে বাধ্য করেন বলেই ওই পদক্ষেপ করেন।