Advertisement
২০ এপ্রিল ২০২৪
Wine

ফায়ার শট খেতে গিয়ে বেঙ্গালুরুতে আহত এক মহিলা

শুক্রবার রাতে ওই বারে ফায়ার শট খেতে গিয়ে গ্লাসের কাঁচ পেটে গিয়ে মারাত্মক আহত হয়েছেন ওই মহিলা।

ফায়ার শট। ছবি শাটারস্টক।

ফায়ার শট। ছবি শাটারস্টক।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৬ মে ২০১৯ ১৭:১২
Share: Save:

বন্ধুবান্ধবদের সঙ্গে গিয়েছিলেন হোটেলে। উদ্দেশ্য ছিল মদ্যপানে মৌতাত লাভ। কিন্তু সেই আনন্দ যে বুমেরাং হয়ে ফিরবে, সে কথা বোধহয় কল্পনা করেননি এক মহিলা। তিনি বেঙ্গালুরুর এক সংস্থায় কর্মরত। শুক্রবার রাতে ওই বারে ফায়ার শট খেতে গিয়ে গ্লাসের কাঁচ পেটে গিয়ে মারাত্মক আহত হয়েছেন ওই মহিলা।

ঘটনার পর তিনি বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ড থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই মহিলা ও তাঁর বন্ধুর অভিযোগের ভিত্তিতে ওই হোটেলের ম্যানেজার ও বারটেন্ডারকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৭ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সময় উপস্থিত ওই মহিলার বন্ধু পুলিশকে জানিয়েছেন, ফায়ার শট দিয়ে ওই বার টেন্ডার তাঁর বান্ধবীকে বলেছিলেন চোখ বুজে খেয়ে নিতে। সেই মতো ওই মহিলা খেয়ে নেন। কিন্তু ফায়ার শটের উত্তাপে ফেটে যায় কাঁচের গ্লাস। সেই কাঁচের টুকরো আঘাতেইওই মহিলা আহত হয়েছেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: সহকর্মীদের সঙ্গে সেলফি তোলার আনন্দে মাতলেন অভিনন্দন বর্তমান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengaluru Wine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE