Advertisement
E-Paper

বাইক সফরে গলায় জড়িয়ে গেল ঘুড়ির সুতো, গুজরাতে প্রাণ হারালেন আরও এক মহিলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার অহমদাবাদের রাস্তা দিয়ে স্কুটারে চেপে যাচ্ছিলেন চন্দ্রিকা। তখনই ঘুড়ির মাঞ্জা-সুতোয় গলা কাটে তাঁর। হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ২১:১২
Woman injured by kite string in Ahmedabad dies in hospital

ঘুড়ির সুতো গলায় জড়িয়ে আবার বিপত্তি গুজরাতে। ছবি: সংগৃহীত।

সংক্রান্তিতে ঘুড়ির সুতোয় আবার বিপত্তি গুজরাতে। এ বার অহমদাবাদ। ঘুড়ির সুতোয় গলা কাটে এক মহিলার। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যদিও শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার চন্দ্রিকা নামে ওই মহিলার মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার অহমদাবাদের রাস্তা দিয়ে স্কুটারে চেপে যাচ্ছিলেন চন্দ্রিকা। তখনই ঘুড়ির মাঞ্জা-সুতোয় গলা কাটে তাঁর। হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দু’দিন পরে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে তাঁরা।

গত ১৪ জানুয়ারি গুজরাত জুড়ে উত্তরায়ন উৎসব পালন করা হয়েছে। ওই দিন ঘুড়ি ওড়ান গুজরাতিরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতোয় প্রাণ হারিয়েছেন অন্তত ছ’জন। আহত হয়েছেন বহু মানুষ। রাজকোটে বাইকে চেপে যাওয়ার সময় মৃত্যু হয়েছে সওয়ারির। সুরেন্দ্রনগরের ওডু গ্রামে ঈশ্বরভাই ঠাকোর নামে এক যুবকের একই ভাবে মৃত্যু হয়েছে। হালোলের রাহতলভ গ্রামে ঘুড়ির সুতোয় গলা কেটে প্রাণ হারিয়েছে পাঁচ বছরের কুণাল। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে প্রাণে বাঁচানো যায়নি। কাড়ির কাসবা এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে যাওয়া ঘুড়ির সুতো ছাড়াতে গিয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর ভাইয়েরও। ভাদনগর তালুকে গলায় ঘুড়ির সুতো জড়িয়ে মৃত্যু হয়েছে ৩৫ বছরের মনসাজি রাগুনজি ঠাকোরের। এ বার অহমদাবাদের হাসপাতালে মৃ্ত্যু হয়েছে চন্দ্রিকা নামে এক মহিলার।

Gujarat Death News Accident Kite Festival Makar Sankranti
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy